নাৎসি প্রতীকসংবলিত কোকেনের ইট। ছবি : আলজাজিরা
নাৎসি প্রতীকসংবলিত প্যাকেটে ৫৮ কেজি ওজনের কোকেনের ইট উদ্ধার করেছে পেরুর মাদকবিরোধী পুলিশ।
জার্মানির সাবেক নেতা হিটলারের নামে ছাপানো প্যাকেটে ওই কোকেন বেলজিয়ামে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) পেরুর পুলিশ কর্তৃক প্রকাশিত ছবিতে ৫০টি কোকেনের ইটের দেখা গেছে, যার প্রতিটি প্যাকেটে নাৎসি স্বস্তিকা চিহ্ন রয়েছে।
প্যাকেট খোলার পর সাদা পাউডারের ওপর খোদাই করে লেখা আছে ‘হিটলার’ শব্দটিও।
ইকুয়েডরের সীমান্তের কাছাকাছি পেরুর উত্তরাঞ্চলীয় বন্দর শহর পাইতাতে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে ওই কোকেন পাওয়া গেছে।
জাহাজটি ইকুয়েডরের বন্দর শহর গুয়াকিল থেকে ছেড়ে এসেছিল, যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মাদক পাচারের প্রধান পয়েন্ট হিসেবে পরিচিত বলে জানা গেছে।
তবে ওই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানায়নি পুলিশ।
পেরুভিয়ান পুলিশের মাদকবিরোধী অধিদপ্তর অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে ভিডিও এবং ছবি দেখিয়েছে।
ওই ছবিতে দেখা গেছে, কোকেনের ইটগুলো একটি পাত্রের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ওই জাহাজে থাকা ৮০টিরও বেশি কনটেইনারে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ওই নাৎসি চিহ্নে মোড়ানো মাদক পেরুভিয়ান পুলিশের জন্য একটি নতুন বিষয়, যারা আগে বিভিন্ন এবং অদ্ভুত চিহ্নসহ ইটের আকৃতির প্যাকেটে কোকেন খুঁজে পাওয়ার কথা জানিয়েছে।
প্রতিবেশী দেশ কলম্বিয়ার পরে পেরু হলো বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ।
সরকারি পরিসংখ্যান অনুসারে পেরুতে প্রতি বছর প্রায় ৪০০ টন কোকেন উৎপাদিত হয়।
এ ছাড়াও কোকা পাতার বৃহত্তম উৎপাদকদের মধ্যেও পেরু অন্যত্তম।
সূত্র : আলজাজিরা
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.