× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরানকে উপহাস করে ‘খেলা শেষ’ বললেন মরিয়ম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৩:১৫ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৪:২২ পিএম

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে উপহাস করে ‘খেলা শেষ’ বলেছেন।

জিও নিউজ জানিয়েছে, ইমরানের দলের সিনিয়র নেতাদের পিটিআই ছাড়ার ঘোষণার পর পাকিস্তানের ভেহারিতে পিএমএল-এনের যুব সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মরিয়ম এ মন্তব্য করেন।

যুব সম্মেলনে বক্তৃতায় তিনি ৯ মে, যেদিন ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাতের ঘটনা সম্পর্কে কথা বলেন।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতাদের দলত্যাগ তখন শুরু হয়, যখন রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার, লাহোর কর্পস কমান্ডার হাউসসহ (জিন্নাহ হাউস) বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানে হামলার পর নিরাপত্তা বাহিনী দলটির বিরুদ্ধে অ্যাকশন শুরু করে।

দলের ৭০ জনের বেশি আইনজীবী এবং নেতা ৯ মে সহিংসতার পথ অনুসরণ করার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সঙ্গে তাদের সম্পর্ক শেষ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে উপহাস করতে গিয়ে মরিয়ম বলেন, ‘নেতা নিজেই শিয়াল হলে জনগণ তার পাশে দাঁড়াবে কীভাবে? ইমরানের অনুসারীরা প্রকাশ করছেন যে, ইমরান খানই ৯ মে সহিংসতার মাস্টারমাইন্ড।’

পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি বলেছেন, ইমরান খান ৯ মে সন্ত্রাসবাদের মাস্টারমাইন্ড ছিলেন। 

তাই তার কর্মীরা সন্ত্রাসবিরোধী আদালতের মুখোমুখি হচ্ছেন।

এদিকে ইমরান খান দেশটির কর্মকর্তাদের প্রতি অবিলম্বে আলোচনায় বসার আবেদন জানিয়েছেন।

পাকিস্তানভিত্তিক দি এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের শীর্ষ সহযোগী এবং সমর্থকদের ধরপাকড়ের কারণে তার ওপর চাপ বৃদ্ধির ফলে তিনি ওই আবেদন জানিয়েছেন।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিটিআইয়ের হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করেছে এবং এ ভয়ে অনেকে তার দলটি ত্যাগ করছেন বলে জানা গেছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা