× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে চাকরিচ্যুত করছেন জাপানের প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ২৯ মে ২০২৩ ২০:২১ পিএম

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার ছেলে শোতারো কিশিদা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার ছেলে শোতারো কিশিদা।

ছেলেকে নিজের সচিবের পদ থেকে চাকরিচ্যুত করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ২০২২ সালের শেষে কিশিদার সরকারি বাসভবনে এক পার্টি আয়োজন করে কেলেঙ্কারির মুখে পড়েন কিশিদার ছেলে শোতারো কিশিদা। এবার তারই জেরে চাকরি হারাতে চলেছেন তিনি। 

ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, গত বছর সে সরকারি প্রাঙ্গণে যে কাজ করেছে তা প্রাতিষ্ঠানিক পর্যায়ে থাকা একজন সচিবের জন্য অগ্রহণযোগ্য। তাই আমি এর অবসান ঘটাতে তাকে বদলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, জুনের ১ তারিখ থেকে তার প্রতিস্থাপন কার্যকর হবে।  

গত সপ্তাহে শোতারো কিশিদার ছবি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়। সেগুলোতে দেখা যায়, বাসভবনের প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে নবনিযুক্ত পার্লামেন্টের সদস্যদের ছবি তোলা হয়, সেখানে ছবি তুলেছেন তিনি। পরে তা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। 

সরকার প্রথমে জানিয়েছিল, প্রধানমন্ত্রী তার ছেলেকে অশোভনীয় আচরণের জন্য তিরস্কার করলেও চাকরিচ্যুত করা হবে না। কিন্তু এর কয়েক দিন পরই এলো ছেলেকে চাকরিচ্যুত করার ঘোষণা।

সূত্র : ব্লুমবার্গ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা