× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইডেনের উপকূলে রাশিয়ার গুপ্তচর তিমি শনাক্তের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১০:৫৮ এএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১১:১২ এএম

কথিত রাশিয়ার গুপ্তচর তিমিটি ২০১৯ সালে সর্বপ্রথম নরওয়ের উপকূলে শনাক্ত হয়। ছবি : সংগৃহীত

কথিত রাশিয়ার গুপ্তচর তিমিটি ২০১৯ সালে সর্বপ্রথম নরওয়ের উপকূলে শনাক্ত হয়। ছবি : সংগৃহীত

সুইডেনের উপকূলে রবিবার রাশিয়ার প্রশিক্ষণ পাওয়া একটি গুপ্তচর তিমি শনাক্তের দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি বেলুগা প্রজাতির তিমি। এর গলায় একটি জিন রয়েছে। এতে লেখা আছে ‘ইকুইপমেন্ট সেন্ট পিটার্সবার্গ’। এর আগে ২০১৯ সালে তিমিটি সর্বপ্রথম নরওয়ের উপকূলে শনাক্ত হয়েছিল।

এএফপির সোমবারের (২৯ মে) এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

নরওয়ে কর্তৃপক্ষ বেলুগা প্রজাতির এ তিমিটির নাম রেখেছে হাভালদিমির। এর বয়স ১৩ থেকে ১৪ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রথম শনাক্ত হওয়ার পর তিন বছরের বেশি সময় তিমিটি নরওয়ের ফিনমার্ক এলাকায় অবস্থান করে।

এতদিন তিমিটি ফিনমার্কে রয়েসয়ে ঘুরেফিরে সময় পার করছিল। কিন্তু সম্প্রতি এটি চলাচলে গতি বাড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। চলাচলের গতি এতটা বাড়িয়েছে যে, তিন বছরে নরওয়ে উপকূলের যতটা পথ পাড়ি দিয়েছে, গত কয়েক মাসে প্রায় তার সমান পথ অতিক্রম করেছে। তিমিটির গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়ানহোয়েল নামে একটি সংস্থা সোমবার এসব তথ্য জানিয়েছে।

ওয়ানহোয়েল অর্গানাইজেশনের প্রাণিবিদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা জানি না কেন সে হঠাৎ এত দ্রুত চলাচল করছে। বিশেষ করে সে তার অনুকূল পরিবেশ থেকে খুব দ্রুত সরে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, হতে পারে তিমিটি সঙ্গী খুঁজছে। অথবা হতে পারে এটি একাকিত্বে ভুগছে। কারণ বেলুগা তিমি খুবই সামাজিক হয়।

নরওয়ে তিমিটিকে রাশিয়ার গুপ্তচর বলে দাবি করলেও রাশিয়া এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা