× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনকোর সাজা ঘোষণার পর সেনেগালে সংঘর্ষে নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৩ ১৪:৪৩ পিএম

ডাকারে সোনকোর সমর্থকদের ওপর টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ। ছবি : আলজাজিরা

ডাকারে সোনকোর সমর্থকদের ওপর টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ। ছবি : আলজাজিরা

সেনেগালে বিভিন্ন স্থানে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন।

দেশটির একটি আদালত প্রধান বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার পর সারা দেশে ওই সংর্ঘষ ছড়িয়ে পড়ে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২ জুন) এ খবর জানিয়েছে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সলের প্রধান প্রতিপক্ষ সোনকোকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে তাকে এমন সাজা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিরোধীদলীয় নেতাকে এখন যেকোনো সময় কারাগারে নেওয়া হতে পারে।’

রায়ের পর রাজধানী ও অন্যত্র অশান্তি ছড়িয়ে পড়ায় ডাকারে তার বাড়ির আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেনেগালের নির্বাচনী আইনের উদ্ধৃতি দিয়ে বিরোধী নেতার আইনজীবী বাম্বা সিস বলেছেন, ‘এ সাজার কারণে সোনকো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।’

সোনকোর পিএএসটিইএফ পার্টি বলেছে, এ রায় রাজনৈতিক চক্রান্তের অংশ।

দলটি এক বিবৃতিতে দেশটির নাগরিকদের সব কার্যকলাপ বন্ধ করে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়েছে।

সোনকোর বিরুদ্ধে করা ‘যুবসমাজকে দুর্নীতিগ্রস্ত’ মামলা সেনেগালকে একেবারে বিভক্ত করেছে।

এর ফলে ব্যাপক সহিংসতার জন্ম দিয়েছে, যা দেশের স্থিতিশীলতার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার পরই পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

দেশটির রাজধানী ডাকারে অনেক বাস জ্বালিয়ে দেওয়া হয় এবং অনেক স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়।

জিগুইঞ্চর শহরেও  সংঘর্ষ হয়, সেখানে সোনকো  ২০২২ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।

সেনেগালের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ডিওম জাতীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে উল্লেখ করছি যে, এ সহিংসতায় জনসাধারণের এবং বেসরকারি সম্পদের অনেক ক্ষতি হয়েছে। এতে ডাকার ও জিগুইঞ্চরে ৯ জন নিহত হয়েছেন।’

এদিকে ডাকারের দুই পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতের মধ্যে কমপক্ষে তিনজন জিগুইঞ্চরে সহিংসতায় প্রাণ হারান এবং রাজধানীতে বিক্ষোভকারীদের ইটপাথরের আঘাতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা