× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোপ ফ্রান্সিসের মঙ্গোলিয়ায় ঐতিহাসিক সফর সেপ্টেম্বরে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৮:২৯ পিএম

শিশুদের সঙ্গে পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

শিশুদের সঙ্গে পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরের প্রথম দিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এশীয় দেশ মঙ্গোলিয়া সফরে যাবেন পোপ ফ্রান্সিস।

শনিবার এক ঘোষনায় তার সফরটি নিশ্চিত করেছে ভ্যাটিকান সিটি।

ভ্যাটিকানের প্রেস সার্ভিসের প্রধান ম্যাটিও ব্রুনি জানিয়েছেন, ৮৬ বছর বয়সি পোপ মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট এবং গির্জা কর্তৃপক্ষের আমন্ত্রণে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া ও চীনের মধ্যের বিশাল ওই দেশটি সফর করবেন। 

পোপ ফ্রান্সিস ব্রঙ্কাইটিস নিয়ে তিন রাত হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক দুই মাস পরে এই সফরের ঘোষণা আসলো।

বিশ্বের ক্ষুদ্রতম ক্যাথলিক সম্প্রদায়গুলোর মধ্যে একটি রয়েছে মঙ্গোলিয়ায়। ত্রিশ লাখেরও বেশি জনসংখ্যার মধ্যে সেখানে আনুমানিক ক্যাথলিকের সংখ্যা মাত্র ১,৫০০ জন।

পোপ ফ্রান্সিস গত আগস্টে তিনি ইতালীয় কার্ডিনাল ধর্মপ্রচারক জিওর্জিও মারেঙ্গোকে উলানবাটারের ধর্মপ্রচারক হিসেবে নির্বাচন করেন, যিনি মঙ্গোলিয়ার সবচেয়ে সিনিয়র ক্যাথলিক কর্মকর্তা হিসাবে পরিগনিত।

ফ্রান্সিস কমিউনিস্ট বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য বছরব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১৮ সালে হলি সি বিশপ নিয়োগের কণ্টকাকীর্ণ ইস্যুতে দুই বছরের চুক্তিতে পৌঁছেছিলেন।

মঙ্গোলিয়া ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেড়িয়ে প্রথম গণতান্ত্রিক সংবিধান রচনার পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করেছে।

ভ্যাটিকান ১৯৯২ সালে মঙ্গোলিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

২০১৩ সালে পোপ হওয়ার পর থেকে ফ্রান্সিস প্রায় ৬০টি দেশ সফর করেছেন।

ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা সত্ত্বেও হুইলচেয়ার ব্যবহার করে তিনি ভ্রমণ চালিয়ে যাচ্ছেন।

এই বছরের শুরুতে তিনি কঙ্গো, দক্ষিণ সুদান এবং হাঙ্গেরি পরিদর্শন করেছেন এবং এই বছরের শেষের দিকে তার পর্তুগাল এবং মার্সেইতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে।

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা