× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ধসে অন্তত ২৫ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১০:০৩ এএম

পাকিস্তানে গতবছরের বন্যা নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছিলেন, দেশটির এক-তৃতীয়াংশ সে বন্যায় ডুবে গিয়েছিল। ছবি : সংগৃহীত

পাকিস্তানে গতবছরের বন্যা নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছিলেন, দেশটির এক-তৃতীয়াংশ সে বন্যায় ডুবে গিয়েছিল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার (১০ জুন) প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ধসে পড়েছে এবং অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝড়ের ফলে উপড়ে পড়া গাছ, বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়ার ঘটনায় আরও ১৪৫ জন আহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা খাতির আহমেদ জানিয়েছেন, প্রদেশটির বান্নু, লাক্কি মারওয়াত ও কারাক জেলায় প্রবল বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা আহতদের সহায়তা করছেন।

একই অঞ্চলে গত মাসের গ্রীষ্মে অস্বাভাবিক তুষারপাতের ফলে সৃষ্ট তুষারধসে নারী ও শিশু সহ এক ডজন মানুষ মারা যায়।

এ ছাড়া গত বছর পাকিস্তানে অতিবৃষ্টির কারণে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ৬৪৭ জন শিশুসহ কমপক্ষে ১ হাজার ৭৩৯ জন মারা যায় এবং বন্যা ৩ কোটি ৩০ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করেছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছিলেন, পুরো দেশটির এক-তৃতীয়াংশ সে বন্যায় ডুবেছিল।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবারের ঝড় ও বৃষ্টিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ত্রাণ তৎপরতার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তান উপকূলের দিকে এগিয়ে আসার কারণে কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।  

পাকিস্তানের দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার বাতাসের গতিবেগ সহ গুরুত্বর ও তীব্র ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণের গতিপথে রয়েছে। 



সূত্র : আল জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা