× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেরুতে চার মাসে ৩ হাজারেরও বেশি নারী নিখোঁজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১২:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পেরুতে এই বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিন হাজার ৪০০ জনেরও বেশি নারী নিখোঁজ হয়েছে। 

দেশটির ন্যায়পাল কার্যালয় শনিবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

‘তাদের কী হয়েছে?’- শিরোনামে কার্যালয়টির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম চার মাসে তিন হাজার ৪০৬ জন নারী নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছে। 

তাদের মধ্যে মাত্র এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে এবং এক হাজার ৫০৪ জন এখনও নিখোঁজ রয়েছে। 

ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, ‘নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপজ্জনক পরিস্থিতি হিসেবে দেখতে হবে।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটির এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।’

২০২২ সালে পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছে, যার বেশিরভাগই বয়সে মেয়ে ও কিশোরী। 

এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯.৭ শতাংশ কম।

দেশটির বিভিন্ন নারীবাদী এনজিওর মতে, ‘পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। কারণ তারা বিশ্বাস করে যে, নারীরা স্বেচ্ছায় পালিয়ে যাচ্ছে।’

সূত্র : দ্য স্ট্রেটস টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা