× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বাঞ্চলে অগ্রসর হওয়ার দাবি ইউক্রেন বাহিনীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৩:০৮ পিএম

বিএমপি-১ সাঁজোয়া যানে উল্লাস করছে ইউক্রেনের পদাতিক সেনারা। ছবি : সংগৃহীত

বিএমপি-১ সাঁজোয়া যানে উল্লাস করছে ইউক্রেনের পদাতিক সেনারা। ছবি : সংগৃহীত

ইউক্রেন বাহিনী তাদের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে নতুন করে একাধিক আক্রমণ চালিয়ে অগ্রসর হওয়ার দাবি করেছে।

দনবাস অঞ্চলে রাশিয়া বাহিনীকে মোকাবেলা করে সেখানে আরও কিছু এলাকা দখলে নেওয়ার দাবি করেছে তারা। ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার শনিবার (২৪ জুন) এ খবর নিশ্চিত করেছেন।

হান্না মালিয়ার বলেছেন, ‘ইউক্রেনীয় বাহিনী ওরিখোভো-ভাসিলিভকা, বাখমুত, দানিভকা, ইয়াগিদনে, ক্লিশচিভকা এবং কুর্দিউমিভকা শহরের কাছে রাশিয়া বাহিনীর সঙ্গে লড়াই করছে। ওই যুদ্ধে সকল দিক থেকেই অগ্রগতি রয়েছে।’

তিনি আরও বলেন, রাশিয়া বাহিনী এখনও পূর্ব ইউক্রেনের পুরো দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে। তা সত্ত্বেও প্রতিদিনই আমরা অগ্রসর হচ্ছি। হ্যাঁ, অগ্রসর হওয়ার গতি ধীর, কিন্তু আমাদের বাহিনী ওই এলাকায় পা রাখছে এবং তারা ক্রমশ অগ্রসর হচ্ছে।’

এদিকে, রাশিয়া বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণ আকাঙ্ক্ষিত গতির চেয়ে ধীর হলেও এ বিষয়ে ইউক্রেন বাহিনীকে চাপ দেওয়া হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

রাশিয়া বাহিনীর পুঁতে রাখা মাইন ইউক্রেন বাহিনীর অগ্রযাত্রাকে ধীর করে দিচ্ছে বলে বুধবার (২১ জুন) যুক্তরাজ্যের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন জেলেনস্কি। 

তিনি দাবি করেন যে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্ত অঞ্চলের প্রায় ২ লাখ বর্গকিলোমিটার জায়গা রাশিয়ার ল্যান্ড মাইন দ্বারা পরিপূর্ণ। 

জেরেনস্কি বলেন, ‘যে কারণে ওই এলাকার মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’

জেলেনস্কি বিবিসিকে আরও বলেন, ‘কিছু মানুষ মনে করে যে, এই যুদ্ধ হলিউডের সিনেমা। তাই তারা এখনই ফলাফল আশা করছে। কিন্তু,  এটা সত্যিকার যুদ্ধ, হলিউডের সিনেমা নয়।’

ইউক্রেনীয় বাহিনী কর্তৃক নিজ দেশের দক্ষিণ এবং পূর্বে আটটি গ্রাম পুনরুদ্ধারের খবর নিশ্চিত করে জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেন ততক্ষণ কখনোই আলোচনায় বসবে না, যতক্ষণ রাশিয়া বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে থাকবে।’

লন্ডনে একটি সম্মেলনের ইউক্রেনের মিত্ররা বিলিয়ন ডলার অর্থনৈতিক ও পুনর্গঠন সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার সময় বিবিসিকে ওই সাক্ষাত্কারটি দেন জেলেনস্কি।

বুধবার (২১ জুন) টেলিভিশনে প্রচারিত মন্তব্যে পুতিন বলেছিলেন, ‘কিয়েভ এই মাসের শুরুর দিকে রাশিয়া বাহিনীর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার জন্য পাল্টা আক্রমণ শুরুর পর থেকে গুরুতর সামরিক ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে এবং ইউক্রেনের ফ্রন্টলাইনে ‘নিস্তব্ধতা’ লক্ষ্য করেছে মস্কো।

অন্যদিকে, সামরিক বিশ্লেষকরা বিশ্বাস করেন যে, কিয়েভের বড় পাল্টা আক্রমণাত্মক অভিযান এখনও শুরু হয়নি।

ওয়াশিংটন, ডিসিভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) বৃহস্পতিবার জানিয়েছে, ‘ইউক্রেনের পাল্টা আক্রমণের সাফল্যকে প্রতিদিনের পরিবর্তনের ভিত্তিতে বিচার করা উচিত নয়।’

বুধবার গভীর রাতের ভাষণে জেলেনস্কি বলেছিলেন, ‘ইউক্রেন বাহিনী দেশের দক্ষিণে শত্রুকে ধ্বংস করছে এবং অগ্রগতি লাভ করছে। পূর্বেও আমাদের প্রতিরক্ষা দৃঢ় হচ্ছে।’

সূত্র : এএফপি, আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা