× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর ট্রাক, মৃত্যু কমপক্ষে ৪৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১১:৪৫ এএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১২:২৩ পিএম

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টি গাড়ির ওপর দিয়ে চলে গেছে। ছবি : সংগৃহীত

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টি গাড়ির ওপর দিয়ে চলে গেছে। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলের কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী সড়কের একটি ব্যস্ত জংশনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহন ও পথচারীদের ধাক্কা দিলে কমপক্ষে ৪৮ জনের মৃত্যু হয়।

শুক্রবারের (৩০ জুন) এ ঘটনা সম্পর্কে জানিয়ে স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, আমরা সন্দেহ করছি এখন পর্যন্ত একজন বা দুই জন ট্রাকের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ ঘটনায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংখ্যা আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত যে এটি ৩০-এর কাছাকাছি।

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় ও পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর প্রকাশ করা ছবিতে বেশ কয়েকটি ছিন্নভিন্ন যানবাহন দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী পিটার ওতিয়েনো নামের এক গাড়িচালক বলেন, আমি নিজের চোখে প্রায় ২০টি মরদেহ দেখেছি। গাড়ির নিচেও মরদেহ চাপা পড়েছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এক টুইট বার্তায় লিখেছেন, এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছে এমন পরিবারের সঙ্গে পুরো দেশ শোক করছে।

কেরিচোর গভর্নর এরিক মুতাই ফেসবুকে লিখেছেন, আমার হৃদয় চূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত। আমার হৃদয় সেই পরিবারগুলোর কাছে, যারা সবেমাত্র তাদের প্রিয়জনকে হারিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। এর আগে গত বছর দেশটির মধ্যাঞ্চলে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়।

সরকারি পরিসংখ্যান অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ার রাস্তায় নিহতের সংখ্যা বেড়েছে।

 

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা