× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১১:৪৬ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১১:৫২ এএম

পঞ্চায়েত নির্বাচনে বড় জয়ের পর এভাবেই উল্লাস করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ছবি : সংগৃহীত

পঞ্চায়েত নির্বাচনে বড় জয়ের পর এভাবেই উল্লাস করেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ছবি : সংগৃহীত

ভারতের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে। স্থানীয় সরকারের তিনটি স্তরেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।

টিএমসি ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২,৫৫২টি, ২৩২টি পঞ্চায়েত সমিতি এবং ২০টি জেলা পরিষদের মধ্যে ১২টিতে জয়লাভ করেছে। 

এই নির্বাচনের ফলাফলে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি মাত্র ২১২টি গ্রাম পঞ্চায়েত ও ৭টি পঞ্চায়েত সমিতিতে জয় পেয়েছে। কিন্তু কোনো জেলা পরিষদে জিততে পারেনি। 

এই বিশাল জয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘গ্রামবাংলার সর্বত্রই টিএমসি। আমি টিএমসির প্রতি ভালোবাসা, স্নেহ এবং সমর্থনের জন্য জনগণকে ধন্যবাদ জানাতে চাই। এই নির্বাচন প্রমাণ করেছে যে, শুধুমাত্র টিএমসিই রাজ্যের মানুষের হৃদয়ে বাস করে।’

মঙ্গলবার (১১ জুলাই) সকালে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে ধরে নেওয়া এই নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাপক সহিংসতা ঘটেছে।

সোমবার পুনরায় ভোটের বেশ কয়েকটি বুথে সহিংস ঘটনা ঘটেছে। 

শনিবার থেকে বুধবার পর্যন্ত ওই ভোটসংক্রান্ত সহিংসতায় পশ্চিমবঙ্গে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে।

নির্বাচনী জালিয়াতি, বুথ দখল এবং ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী অনিয়ম ও ভোটার দমনের একাধিক ঘটনার কারণে ৬৯৬টি বুথে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, তৃণমূলের বিরুদ্ধে বিরোধী পর্যবেক্ষকদের গণনা কেন্দ্রে প্রবেশে বাধা দিয়ে ‘ভোট লুট করার’ অভিযোগ করেছে বিজেপি।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পিটিআইকে বলেছেন, ‘টিএমসি গুন্ডারা বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর ভোট গণনা কেন্দ্রে প্রবেশে বাধা দিয়ে ভোট চুরির মরিয়া চেষ্টা করছে। বিরোধীদের অনুষ্ঠানস্থলের দিকে যেতে বাধা দেওয়া হচ্ছে, এবং গণনা এজেন্টদের ভয় দেখানোর জন্য বোমা নিক্ষেপ করা হচ্ছে।’

তৃণমূল ওই অভিযোগ নাকচ করে দাবি করে বলেছে, ভোটের সহিংসতায় নিহতদের ৬০ শতাংশেই তাদের কর্মী বা সমর্থক।

তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি বলেন, ‘বিরোধীদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে হেয় করার বিদ্বেষপূর্ণ প্রচারাভিযান ভোটারদের প্রভাবিত করতে পারেনি।‘

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা