× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ার আন্তঃসীমান্ত ত্রাণ বিতরণের শর্ত অগ্রহণযোগ্য : জাতিসংঘ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৩:২৩ পিএম

সিরিয়ার বাব আল-হাওয়া ক্রসিংয়ে পার্ক করা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাহায্য বহনকারী ট্রাকগুলো । ছবি : সংগৃহীত।

সিরিয়ার বাব আল-হাওয়া ক্রসিংয়ে পার্ক করা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাহায্য বহনকারী ট্রাকগুলো । ছবি : সংগৃহীত।

তুরস্ক থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ বিতরণে সিরিয়া সরকারের দেওয়া শর্তকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে জাতিসংঘ। 

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) শুক্রবার (১৪ জুলাই) সিরিয়ার প্রস্তাবকে মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নীতিগতভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে। 

এক প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। 

ওসিএইচএ জানায়, ত্রাণ বিতরণ পরিচালনার দায়িত্বটি সিরিয়ান রেড ক্রস বা রেড ক্রিসেন্টকে দেওয়া উচিত বলে সিরিয়ার সরকারের শর্ত জুড়ে দেওয়ার বিষয়টি জাতিসংঘের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা বাস্তবসম্মত নয়। কারণ, উত্তর-পশ্চিম সিরিয়ায় এই সংস্থাগুলোর কোনও কার্যক্রম নেই।

এছাড়া সিরিয়া সরকার শর্ত দিয়েছে যে, সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা এবং সমন্বয় করে ত্রান বিতরণ পরিচালনা করতে হবে। 

তারা জাতিসংঘকে সন্ত্রাসী সংগঠন এবং তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্যও অনুরোধ করেছে।

ওসিএইচএ জানায়, সিরিয়া সরকার চায় জাতিসংঘ বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করতে।

২০১৪ সাল থেকে উত্তর-পশ্চিম সিরিয়ায় লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা প্রদান করছে জাতিসংঘ। 

সিরিয়ার বাশার আল-আসাদের সরকার ও তার মিত্র রাশিয়া চায়, সকল সাহায্য বিতরণ দামেস্কের মাধ্যমে পরিচালিত হোক। 

আলজাজিরার নুর কোরমোশ জানান, আন্তঃসীমান্ত সাহায্য বিতরণ নিয়ন্ত্রণে সিরিয়া সরকারের প্রচেষ্টায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অধিকারকর্মী এবং চিকিৎসাকর্মীসহ অনেকে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা