× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র নয়’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৪:৪৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৫:০২ পিএম

কংগ্রেসওম্যান প্রমীলা জয়পাল ইসরায়েলকে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলে মন্তব্য করেন। ছবি : সংগৃহীত

কংগ্রেসওম্যান প্রমীলা জয়পাল ইসরায়েলকে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলে মন্তব্য করেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে ‘বর্ণবাদী রাষ্ট্র নয়’ বলে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

মঙ্গলবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পর ৪১২ ভোটে ওই প্রস্তাব পাস হয়।

ওই প্রস্তাবের বিপক্ষে পড়েছে মাত্র ৯ ভোট। শনিবার কংগ্রেসওম্যান প্রমীলা জয়পাল ইসরায়েলকে একটি ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলে মন্তব্য করার প্রতিক্রিয়ায় এ প্রস্তাবটি পাস করা হয়েছে বলে বিশ্লেষকদের দাবি।

তার মন্তব্য দ্বিদলীয় ক্ষোভের জন্ম দিয়েছে। ইসরায়েলের ‘চরম ডানপন্থি সরকার বৈষম্যমূলক এবং সরাসরি বর্ণবাদী নীতিতে নিযুক্ত’ বলে জোর দিয়ে বলার কিছুক্ষণ পরই ক্ষমা চান প্রমীলা জয়পাল।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া মঙ্গলবারের ওই প্রস্তাবটি ছিল মূলত প্রতীকী।

রিপাবলিকান কংগ্রেসম্যান অগাস্ট ফ্লুগার এ বিলটি উত্থাপন করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় ইসরায়েলের কট্টর অংশীদার এবং সমর্থক হবে।’

ওই প্রস্তাবে সকল প্রকারের ইহুদি বিদ্বেষ এবং ‘জেনোফোবিয়ার’ নিন্দাও জানানো হয়েছে।

ফিলিস্তিনি অধিকার আইনজীবীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন।

ফিলিস্তিনি-আমেরিকান কৌতুক অভিনেতা এবং অধিকারকর্মী আমের জাহর আলজাজিরাকে বলেছেন, ‘দুঃখজনকভাবে কংগ্রেস অপ্রতিরোধ্যভাবে ওই প্রস্তাবটি পাস করেছে। এর মাধ্যমে কংগ্রেস আবার ইতিহাসের ভুল দিকে অবতরণ করল। কারণ বিশ্বের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে সম্মানিত মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক গবেষণার পরে ইসরায়েলকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করেছে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা