× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২০:২৯ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২০:৩৯ পিএম

চীনের সংবিধান হাতে দেশটির সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : এএফপি

চীনের সংবিধান হাতে দেশটির সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : এএফপি

চীন সরকার কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছে এবং তার স্থলাভিষিক্ত করেছে তারই পূর্বসূরি ওয়াং ইকে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তবে সেখানে কিনকে অপসারণের কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিন গ্যাংকে অপসারণের পর দেশটির শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে।

উলফ ওয়ারিয়র (নেকড়ে যোদ্ধা) হিসেবে পরিচিত চীনের সদ্যসাবেক হয়ে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে এক মাস ধরে জনসম্মুখে দেখা যায়নি।

এর আগে সবশেষ ২৫ জুন চীন সফররত শ্রীলঙ্কা, রাশিয়া ও ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে কিনকে বৈঠক করতে দেখা গেছে।

সম্প্রতি একজন চীনা টেলিভিশন উপস্থাপকের সঙ্গে তার বিয়েবহির্ভূত সম্পর্কের গুঞ্জন প্রকাশ হওয়ার পর থেকেই তাকে আর দেখা যায়নি।

আবারও চীনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ফিরেছেন ওয়াং ই 

৫৭ বছর বয়সি চীনের এই শীর্ষ কূটনীতিক শি জিনপিংয়ের আস্থাভাজন ও ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। শিয়ের দ্রুত প্রভাব বিস্তারের কারণেই রাজনীতির সিঁড়িতে দ্রুত উঠতে পেরেছেন কিন, এমনটাই বলে থাকে পশ্চিমা গণমাধ্যম। তাই তার পদ হারানোর বিষয়টি অনেককেই হতবাক করেছে।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের চীন দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেও তাকে দেখা গেছে। শেষ পর্যন্ত গত ডিসেম্বরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হন।  

সম্প্রতি বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির সফরের সময়ও কিন গ্যাংকে দেখা যায়নি। এর বদলে ওয়াং ই কেরির সঙ্গে সাক্ষাৎ করেন।

মন্ত্রণালয় এক বিবৃতিতে সে সময় বলেছিল, তিনি স্বাস্থ্যগত কারণে সভায় যোগ দিতে পারেননি।

সূত্র : আল-জাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা