× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার পুলিশ

এক ব্যক্তির বিরুদ্ধে ৯১ শিশুকে ১৬২৩ বার নির্যাতনের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৩:৫২ পিএম

অভিযুক্তকে ২১ আগস্ট ব্রিসবেনের একটি আদালতে তোলার কথা রয়েছে। ছবি : সংগৃহীত

অভিযুক্তকে ২১ আগস্ট ব্রিসবেনের একটি আদালতে তোলার কথা রয়েছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় এক সাবেক শিশু পরিচর্যাকর্মীর বিরুদ্ধে ৯১ শিশুকে ১৬২৩ বার নির্যাতনের অভিযোগ উঠছে। বিভিন্ন মাত্রার এসব নির্যাতনে ধর্ষণ, যৌন মিলন ও শিশুদের নিয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগ উঠছে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার বাইরে ৯১ জন মেয়ে শিশুর সঙ্গে এসব অপরাধ করেন তিনি। মঙ্গলবার (১ আগস্ট) আলজাজিরার একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি) জানায়, অভিযুক্ত ওই শিশু পরিচর্যাকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ১৩৬টি ধর্ষণের, ১০ বছরের কম বয়সি শিশুদের সঙ্গে যৌন মিলনের ১১০টি ও ৬১৩টি শিশুদের পর্নোগ্রাফি তৈরির অভিযোগ রয়েছে। 

পুলিশ জানায়, ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে সিডনি, ব্রিসবেন ও অস্ট্রেলিয়ার বাহিরে ১২টি শিশু পরিচর্যাকেন্দ্রে অভিযুক্ত অপরাধগুলো করেন। ভুক্তভোগী শিশুরা সবাই প্রাক-বয়ঃসন্ধিকালীন মেয়ে।

অভিযুক্ত নিজেই ভুক্তভোগী শিশুদের নির্যাতনের দৃশ্য ধারণ করতেন। এ পর্যন্ত যেসব শিশুর নির্যাতনের ভিডিও পাওয়া গেছে তাদের মধ্যে ৮৭টি অস্ট্রেলিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৪টার কোনো দেশের তা শনাক্ত করার কাজ চলছে। 

অভিযুক্তের এসব ভিডিও ২০১৪ সালে সর্বপ্রথম ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে। তখন থেকে তা নিয়ে গবেষণায় লেগে যায় এএফপি। 

তদন্তের একপর্যায়ে ২০২২ সালের আগস্টে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই ওই ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছে। এখনও পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি। অভিযুক্তকে ২১ আগস্ট ব্রিসবেনের একটি আদালতে তোলার কথা রয়েছে। 

সূত্র : আলজাজিরা






শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা