× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রথমবার মন্তব্য করল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২২:০৭ পিএম

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করে ভারত। ছবি :  সংগৃহীত

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করে ভারত। ছবি : সংগৃহীত

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সংঘাতমুক্ত নির্বাচন হবে। পরিকল্পনামতোই সবকিছু হবে। শেষ পর্যন্ত জনগণই সবকিছু নির্ধারণ করবে। বাংলাদেশের চলমান নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রথমবার মন্তব্যে এমনই মনোভাব ব্যক্ত করেছে ভারত। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার (৩ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, ’বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বিশ্বের সব দেশ মন্তব্য করতে পারে। তারা তা করুক। ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুব স্পেশাল। আমরা আমাদের মতো করেই করব।’ 

বাংলাদেশের বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই মন্তব্য করছে। কিন্তু এত দিন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি ভারত। বৃহস্পতিবারই এ বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করল নয়াদিল্লি। 

বাংলাদেশের সবকিছুই ভারতে প্রভাব ফেলে জানিয়ে অরিন্দম বাগচি বলেন, ’দেখুন বাংলাদেশের নির্বাচনকে ঘিরে অনেক কিছু হচ্ছে। বিভিন্ন দেশ এ বিষয়ে মন্তব্য করছে। ভারতও বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি, সেখানে শান্তিপূর্ণ পরিবেশে সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিকল্পনামতোই নির্বাচন হবে।’ 

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ভারতের এই কর্মকর্তা বলেন, ’এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’ 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা