প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১১:৪৮ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১২:২৮ পিএম
বাসটিতে ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র, আফ্রিকার দেশগুলোর নাগরিকসহ ৪২ জন যাত্রী ছিলেন। ছবি : সংগৃহীত
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় এক বাস
দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির
পশ্চিমাঞ্চলের নয়ারিত রাজ্যে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ
হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
বাসটিতে বেশিরভাগই বিদেশি যাত্রী ছিলেন।
ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র, আফ্রিকার দেশগুলোর নাগরিকসহ ৪২ জন যাত্রী ছিলেন।
তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলেন।
নয়ারিত রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়,
বাসচালককে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ তাকে নিয়মবহির্ভূতভাবে রাস্তার একটি বাঁকে দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য সন্দেহ করছে।
কর্মকর্তারা মরদেহ শনাক্তে কাজ করছেন।
বাস কোম্পানি ও মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট এ ইস্যুতে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।