প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২০:২১ পিএম
ক্ষতিগ্রস্ত রাশিয়ার ওলেনেগর্স্কি গোর্নিয়াক জাহাজ। ছবি : সংগৃহীত
রাশিয়ার একটি জাহাজে ৪৫০ কেজি ডিনামাইট দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের একটি সামুদ্রিক ড্রোন। এতে সেনা ও পণ্যবাহী জাহাজটি উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের সেনাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এতে ইউক্রেনের দক্ষিণে যুদ্ধরত রুশ সেনাদের রসদ সরবরাহ কিছু বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এটা কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে তেমন একটা প্রভাব ফেলবে না বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
শুক্রবার (৪ আগস্ট) কৃষ্ণ সাগরে নিজেদের নভোরোসিস্ক বন্দরে ইউক্রেন দুটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালাতে চেষ্টা করেছে বলে জানিয়েছে রাশিয়া। তবে এতে নিজেদের ওলেনেগর্স্কি গোর্নিয়াক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।
সামুদ্রিক ড্রোন স্পিডবোট আকৃতির একধরনের যান। এটা পানিতে ভাসতে পারে, ডুবও দিতে পারে। এ পর্যন্ত রাশিয়ার বিভিন্ন জাহাজে সামুদ্রিক ড্রোন দিয়ে মোট ১১টি হামলা চালিয়েছে ইউক্রেন।
সূত্র : বিবিসি