× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানে না চড়ে বিশ্বভ্রমণ, বাড়ি ফিরলেন প্রায় ১০ বছর পর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম

তরবিয়র্ন থর পেডেরসেন। ছবি : সংগৃহীত

তরবিয়র্ন থর পেডেরসেন। ছবি : সংগৃহীত

ডেনমার্কের তরবিয়র্ন থর পেডেরসেন ২০১৩ সালের ১০ অক্টোবর বের হন অদ্ভুত এক ভ্রমণে। তিনি পরিকল্পনা করেন, বিশ্বের সব দেশ ঘুরবেন, কিন্তু কোনো দেশে যেতে উড়োজাহাজে চড়বেন না। নিজ ভ্রমণের স্বার্থে পেছনে ফেলে আসেন বান্ধবী, চাকরি, পরিবার সবকিছু। প্রায় দশ বছর পর তার সে লক্ষ্য পূরণ হয়েছে। অবশেষে তিনি ফিরেছেন নিজ দেশে। 

পেডেরসেন শুরুতেই নিজের জন্য কয়েকটি নিয়ম ঠিক করে নিয়েছিলেন, যেমন প্রতিটি দেশে তিনি অন্তত ২৪ ঘণ্টা থাকবেন, যতটা সম্ভব সস্তায় থাকার চেষ্টা করবেন, দিনপ্রতি মাত্র ২০ ডলার খরচ করবেন ইত্যাদি। ডেনমার্কের ওই নাগরিকের লক্ষ্য পূরণ হয় ২৪ মে। সেদিন তিনি সফলভাবে তার তালিকার চূড়ান্ত ও ২০৩তম দেশ মালদ্বীপ সফর করেন।

লক্ষ্য পূরণের পর ডেনমার্কে ফেরার সময়ও উড়োজাহাজে চড়েননি পেডেরসেন। সিএনএনের প্রতিবেদন বলছে, তার জন্য আকাশপথে ফেরাটাই সহজ হতো। কিন্তু পেডেরসেন চেয়েছিলেন পরিকল্পনা পুরোপুরিভাবে সম্পন্ন করতে। বাড়ি ফেরার জন্য বেছে নেন বড় আকারের কন্টেইনার বহনকারী জাহাজ। ৩৩ দিন সমুদ্রে কাটানোর পর বাড়ি ফেরেন তিনি। 

এ প্রসঙ্গে পেডেরসেন বলেন, জাহাজে করে বাড়ি ফেরার একটি ঐতিহাসিক মর্ম রয়েছে। মানুষ দিগন্তের দিকে তাকিয়ে এটি দেখতে পারবে এবং হাত নাড়তে পারবে, যখন আমি ফেরার পথ ধরে এগিয়ে আসব। আর এটিই শেষ করার যথাযথ উপায় বলে মনে হয়েছিল।  

সফরকালে পেডেরসেন ড্যানিশ রেডক্রসের শুভেচ্ছাদূত ছিলেন বলে উল্লেখ করেছে সিএনএন। সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা