প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২১:৩১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২১:৪৯ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যে মামলা চলছিল, তার বিচারকাজ শুক্রবার (৪ আগস্ট) সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির এক হাইকোর্ট।
ওই মামলায় অভিযুক্ত হলে ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটতে পারে। তিনি ছিটকে পড়তে পারেন আসন্ন নভেম্বরের নির্বাচন থেকে।
বিচারকাজে স্থগিতাদেশের আগে পাকিস্তানের নির্বাচন কমিশন যে অভিযোগ দায়ের করেছে, তাতে ফৌজদারি কার্যধারা আছে কি না, তা এক ট্রায়াল কোর্টকে খতিয়ে দেখতে বলেছিলেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জহুতা।
ইমরান খানের আইনজীবীরা কমিশনের অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারা দাবি করেছিলেন, সেটি ফৌজদারি মামলা নয় এবং যে বিচারক বিচারকাজ পরিচালনা করেছেন তিনি ইমরান খানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছেন।
হাইকোর্ট অবশ্য ট্রায়াল কোর্ট বিচারককে সরিয়ে নেওয়ার সে আবেদন খারিজ করে দিয়েছেন। মামলাটির বিচারকাজ আবার কবে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থগিতাদেশ স্বল্প সময় থাকবে বলে মনে করা হচ্ছে।
হাইকোর্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইমরান খানের মুখপাত্র ফাররুখ হাবিব। রয়টার্সের প্রতিবেদন বলছে, বিচারকাজ বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ইমরান খান অবৈধভাবে কোনো রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন কি না, সেটিই মূলত খতিয়ে দেখা হচ্ছে মামলায়।
সূত্র : রয়টার্স