× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরান খানের ’রাষ্ট্রীয় উপহার বিক্রির’ বিচার স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২১:৪৯ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে যে মামলা চলছিল, তার বিচারকাজ শুক্রবার (৪ আগস্ট) সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির এক হাইকোর্ট। 

ওই মামলায় অভিযুক্ত হলে ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটতে পারে। তিনি ছিটকে পড়তে পারেন আসন্ন নভেম্বরের নির্বাচন থেকে। 

বিচারকাজে স্থগিতাদেশের আগে পাকিস্তানের নির্বাচন কমিশন যে অভিযোগ দায়ের করেছে, তাতে ফৌজদারি কার্যধারা আছে কি না, তা এক ট্রায়াল কোর্টকে খতিয়ে দেখতে বলেছিলেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জহুতা।    

ইমরান খানের আইনজীবীরা কমিশনের অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারা দাবি করেছিলেন, সেটি ফৌজদারি মামলা নয় এবং যে বিচারক বিচারকাজ পরিচালনা করেছেন তিনি ইমরান খানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছেন।

হাইকোর্ট অবশ্য ট্রায়াল কোর্ট বিচারককে সরিয়ে নেওয়ার সে আবেদন খারিজ করে দিয়েছেন। মামলাটির বিচারকাজ আবার কবে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থগিতাদেশ স্বল্প সময় থাকবে বলে মনে করা হচ্ছে।

হাইকোর্টের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইমরান খানের মুখপাত্র ফাররুখ হাবিব। রয়টার্সের প্রতিবেদন বলছে, বিচারকাজ বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন ইমরান খান অবৈধভাবে কোনো রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন কি না, সেটিই মূলত খতিয়ে দেখা হচ্ছে মামলায়।

সূত্র : রয়টার্স   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা