প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২২:১০ পিএম
এক ফৌজদারি মামলায় রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনির কারাদণ্ডের মেয়াদ শুক্রবার (৪ আগাস্ট) আরও ১৯ বছর বাড়ানো হয়েছে। নাভালনি ও তার সমর্থকদের দাবি, ওই মামলাটি তাকে আটকে রাখা এবং দীর্ঘ সময় রাজনীতি থেকে বাইরে রাখার জন্য সৃষ্টি করা হয়েছে।
৪৭ বছর বয়সী নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। তাকে জালিয়াতি এবং অন্যান্য নানা অভিযোগে আগেই সাড়ে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাভালনির দাবি ওই অভিযোগগুলোও বানোয়াট।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার ভেতরে নাভালনির রাজনৈতিক আন্দোলনকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তাকে উগ্রবাদী হিসেবে অভিহিত করা হয়েছে।
মস্কো থেকে প্রায় ২৩৫ কিলোমিটার পূর্বে মেলেখভোর আইকে-৬ পিনাল কলোনির এক আদালত শুক্রবার নাভালনির বিরুদ্ধে ওই সাজা শোনান। যে মামলার বিচারে ওই সাজা শোনানো হয়, তাতে মোট ছয়টি অভিযোগ আনা হয়েছিল নাভালনির বিরুদ্ধে। সেসবের মধ্যে উগ্রবাদী কর্মকাণ্ডে ইন্ধন ও অর্থ যোগানো এবং উগ্রবাদী সংগঠন গড়ে তোলার মতো অভিযোগও ছিল।
এদিকে, আদালত থেকে প্রকাশিত এক অডিও ফিডে বন্ধ কামরায় হওয়া বিচারকাজ তুলে ধরা হয়। রয়টার্স বলছে, সে অডিও ফিডের মান এতোটাই খারাপ যে বিচারকের বক্তব্য শোনা কার্যত অসম্ভব ছিল।
সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে পাশের বিশেষ গণমাধ্যম কক্ষ থেকে সিসিটিভিতে বিচারকাজ দেখার সুযোগ করে দেওয়া হয়। তবে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়া হয়।
নাভালনির আইনজীবীরা বলছেন, তার বিদ্যমান কারাদণ্ডের মেয়াদের সঙ্গে ১৯ বছর বেড়েছে। রাষ্ট্রীয় আইনজীবীরা ২০ বছরের আবেদন জানিয়েছিলেন। সূত্র: রয়টার্স