× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ট্রাম্পের এক বড় ভক্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১১:৫৮ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১২:২৭ পিএম

জাভিয়ের মাইলি। ছবি : সংগৃহীত

জাভিয়ের মাইলি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ‘প্রাইমারিতে’ প্রথম হয়েছেন জাভিয়ের মাইলি। এই রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ভক্ত। তাদের উভয়ে দৃষ্টিভঙ্গিতে অনেক মিল রয়েছে। অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মাইলি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দক্ষিণ আমেরিকার দেশটার নীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে, যা রক্ষণশীলতাকে জোরদার করতে পারে। 

রবিবারের প্রাইমারি ফলে মাইলির লিবারেটেরিয়ান পার্টি পেয়েছে ৩০ দশমিক ৫ শতাংশ ভোট। ২৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় হয়েছে দেশটির রক্ষণশীলদের প্রধান জোট। আর ২৭ শতাংশ নিয়ে তৃতীয় হয়েছে বর্তমান শাসক পেরোনিস্ট জোট। 

প্রাইমারিতে লিবারেটেরিয়ানদের জয় শাসক জোট মধ্য-বামপন্থি পেরোনিস্টদের জন্য বড় ধাক্কা। কারণ তাদের ব্যর্থতার কারণেই দেশটি মাইলির মতো অতিডানদের উত্থান হচ্ছে। 

আর্জেন্টিনায় নিত্যপণ্যের দাম সম্প্রতি রীতিমতো আকাশ ছুঁয়েছে। দেশটির বর্তমান মূল্যস্ফীতি ১১৬ শতাংশ। প্রতি ১০ জনের ৪ জন দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। 

প্রাইমারিতে বিজয়ের পর এক জনসভায় মাইলি বলেন, এখন আমরাই সত্যিকারের প্রধান বিরোধী দল। পুরোনোদের দিয়ে আর্জেন্টিনার সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। নতুন আর্জেন্টিনার জন্য আমাদেরই দরকার। 

৫২ বছর বয়সি অর্থনীতিবিদ কাম রাজনীতিবিদ মাইলি মনে করেন, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের বিলুপ্তি ঘোষণা করা উচিত। স্থানীয় মুদ্রা পেসোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের ডলারে লেনদেন বেশি কার্যকর। জলবায়ু পরিবর্তন মিথ্যা। স্কুলে যৌন শিক্ষার নামে পরিবার ধ্বংস করা হচ্ছে। অস্ত্র আইন আরও সহজ করা বাঞ্ছনীয়। 

প্রাইমারিকে মূল প্রেসিডেন্ট নির্বাচনের মহড়া বলা যায়। যারা এটাতে এগিয়ে থাকেন সাধারণত তারাই প্রেসিডেন্ট হন। দেশটিতে ২২ অক্টোবর মূল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সূত্র : আলজাজিরা, রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা