প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০৮:৪৭ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ০৮:৪৯ এএম
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটিতে মোট ১০ জন সেনা ছিল। ছবি : সংগৃহীত
ভারতের কাশ্মিরের লাদাখে একটি সামরিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে
ছিটকে পড়লে একজন জুনিয়র কমিশন অফিসার (জেসিও) সহ ৯ সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয়
সেনাবাহিনী।
জ্যৈষ্ঠ পুলিশ সুপার পিডি নিত্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,
লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি নামক স্থানে শনিবার (১৯ আগস্ট) বিকাল ৪ টা ৪৫-এ
এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও একজন জওয়ান চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটিতে মোট ১০ জন সেনা ছিল এবং
কনভয়ে মোট ৫টি গাড়ি ছিল। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত সেনাদের উদ্ধার
করে একটি সেনা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। সেখানে ৮ জনকে মৃত ঘোষণা করা হয় এবং পরে আরও
এক জওয়ানের মৃত্যু হয়।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ
দেওয়া এক পোস্টে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য
কামনা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ কখনোই তাদের অনুকরণীয় পরিষেবা
ভুলবে না। আমার ভাবনা এখন শোকাহত পরিবারদের নিয়ে।
সূত্র : এনডিটিভি