× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে উপজাতীয় এলাকায় আইইডি বিস্ফোরণ, ১১ জন শ্রমিক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৪:২৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৪:৫৫ পিএম

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতরা নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করছিলেন। ছবি : সংগৃহীত

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতরা নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করছিলেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে গাড়ির নিচে আইইডি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এটি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায়।  

খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তের কাছে নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী একটি ট্রাক লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ চালানো হয়।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিহতরা নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করছিলেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

গত বছরেই নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি তালেবানের (টিটিপি) সঙ্গে দেশটির সরকারের করা যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে যায়। এরপর থেকেই পাকিস্তানে নিয়মিত হামলার ঘটনা ঘটছে।

যদিও এর মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। এর মধ্যে রয়েছে গত মাসে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় একটি ধর্মীয় গোষ্ঠীতে চালানো বোমা হামলা। এতে অন্তত ৬৩ জন নিহত হন।

এ ধরনের হামলার জন্য ইসলামাবাদ বরাবরই তালেবানকে দায়ী করে আসছে।  


সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা