প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১০:৩৬ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:১৪ এএম
উদ্ধারকাজে ব্যস্ত উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন।
রবিবার (২০ আগস্ট) উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার গঙ্গোত্রী থেকে ফেরার সময় গাংনানীতে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, তিনি দুর্ঘটনার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও মেডিকেল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে জানিয়েছেন পুষ্কর সিং। প্রয়োজনে সহায়তার জন্য দেরাদুনে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
চলতি মৌসুমে উত্তরাখণ্ডে অবিরাম বর্ষণে জনগণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আর অনেক জায়গায় ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
সূত্র : এনডিটিভি