ব্রিকস সম্মেলনে ভিডিও বার্তায় পুতিন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ০০:৫৬ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ফটো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ
করতে চায় মস্কো, যে যুদ্ধের দ্বার পশ্চিমা ও তার দোষররা খুলেছে। দক্ষিণ আফ্রিকার রাজধানী
জোহানেসবার্গে চলমান ব্রিকস সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বুধবার (২৩ আগস্ট) বার্তাটি সম্মেলনে প্রচার করা হয়। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
তবে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের
ঘাড়ে দোষ চাপানোর মাধ্যমে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা
করেছেন ভ্লাদিমির পুতিন।
উদীয়মান অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত ব্রিকসের শীর্ষ সম্মেলন গত মঙ্গলবার
জোহানেসবার্গে শুরু হয়েছে। ব্রিকসের স্থায়ী সদস্য পাঁচ দেশ হলোÑ ব্রাজিল, রাশিয়া, ভারত,
চীন ও দক্ষিণ আফ্রিকা। রুশ প্রেসিডেন্ট পুতিন বাদে অন্য চার দেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধান
এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।
কোভিড-১৯ মহামারি পর এবারই প্রথম
ব্রিকস সম্মেলন হচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট
শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী অংশ নিয়েছেন সম্মেলনে। তাদের উপস্থিতিতে পুতিনের ভিডিও বার্তা প্রচার
করা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা চালায় রাশিয়া। পুতিন বলেছেন, ‘পশ্চিমা ও তাদের দোসরদের মাধ্যমে দোনবাসে যুদ্ধ শুরু হয়েছিল, তা সমাপ্তি টানাই রাশিয়ার একমাত্র লক্ষ্য।’ তিনি আরও বলেন, পশ্চিমা ও তাদের মিত্রদের আধিপত্য বাজায় রাখতে গিয়ে অবর্ণনীয় সংকটে পড়তে হয়েছে ইউক্রেনকে।