প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ০৮:৪৬ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১১:২৫ এএম
গত মে মাসে উৎক্ষেপিত চোল্লিমা-১ রকেটের ধ্বংসাবশেষ সাগর থেকে সংগ্রহ করে দক্ষিণ কোরিয়া। ছবি : দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
কক্ষপথে উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর প্রচেষ্টা আবারও
ব্যর্থ হয়েছে। ফ্লাইটে রকেটের প্রথম ও দ্বিতীয় পর্যায় স্বাভাবিক থাকলেও তৃতীয় পর্যায়ে
ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
তবে রকেটের বিস্তারিত প্রকাশ করা হয়নি প্রতিবেদনে।
জাপানি সম্প্রচারকারী চ্যানেল এনএইচকে জানিয়েছে, কিছু ধ্বংসাবশেষ
ফিলিপাইনের কাছে প্রশান্ত মহাসাগরে পড়ে থাকতে পারে।
এ ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয়
সময় ভোর ৩টা ৫০ মিনিটে সোহাই স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণটি শনাক্ত হয়।
পরে এটি ইয়েলো সিয়ের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে।
উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর জাপানের ওকিনাওয়ার দক্ষিণের শহর প্রিফেকচারের
বাসিন্দারা তাদের বাড়ির ভেতরে নিরাপদ স্থানে থাকার জন্য জরুরি সতর্কতা পান। এর প্রায়
২০ মিনিট পর জরুরি সতর্কতা তুলে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়
জানিয়েছিল, পিয়ংইয়ং জাপানকে পরিকল্পিত উৎক্ষেপণের বিষয়ে অবহিত করেছে। তবে কিশিদা
তার সরকারকে নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অন্য দেশগুলোর সঙ্গে
মিলে কাজ করার জন্য যেন উত্তর কোরিয়ার পরিকল্পনাটি বাতিল করা যায়।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর একটি অগ্রাধিকার প্রকল্প হলো গোয়েন্দা
স্যাটেলাইট। এর আগে চলতি বছরের মে মাসে চোল্লিমা-১ নামে রকেটের মাধ্যমে গোয়েন্দা স্যাটেলাইট
মহাকাশে পাঠানোর চেষ্টা করেছিল দেশটি। কিন্তু রকেটের ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় ত্রুটির
কারণে তা সাগরে বিধ্বস্ত হয়।