প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১১:০৩ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১১:৩৯ এএম
রাজ্যের অরেঞ্জ কাউন্টিতে এক বাইকার ক্লাবে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ (শেরিফ) কার্যালয়। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক গোলাগুলিতে বন্দুকধারীসহ
চারজন নিহত হয়েছেন। আহত আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের অরেঞ্জ কাউন্টিতে এক বাইকার
ক্লাবে গোলাগুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ (শেরিফ) কার্যালয়।
তবে পুলিশ কার্যালয়ের বিবৃতিতে এ ঘটনার বিস্তারিত জানানো হয়নি। এমনকি
বন্দুকধারী পুলিশের গুলিতে মারা গেছেন কি না, তাও বলা হয়নি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিস জানিয়েছে, তারা ঘটনা পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বা গোলাগুলি নিয়মিতই ঘটে থাকে। অনেকেই দেশটির অস্ত্রবান্ধব নীতিই এর প্রধান কারণ বলে মনে করেন।
সূত্র : রয়টার্স