× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জি ২০ সম্মেলনে না-ও আসতে পারেন চীনের প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ২২:৫০ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ২২:৫৬ পিএম

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রবা ফটো

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রবা ফটো

ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে সম্ভবত আসবেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি সম্পর্কে অবগত ভারতীয় ও চীনা সূত্রের বরাতে জানা গেছে এ তথ্য। 

সূত্ররা জানান, শি জিনপিংয়ের বদলে ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করতে পারেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রয়টার্স এ প্রসঙ্গে ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রদের কাছে জানতে চেয়েছিল। তারা মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

ধারণা করা হচ্ছিল, ভারতে জি-২০ সম্মেলনে দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে। বাইডেন এরই মধ্যে আসবেন বলে নিশ্চিত করেছেন। এর আগে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ এর গত বছরের সম্মেলনে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শি’র।

জি-২০ তে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ও। তিনি তিনি নয়াদিল্লি সফর করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তার পরিবর্তে অংশ নেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের নেতাদের সম্মেলনে যোগ দিয়েছিলেন শি জিনপিং। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল। সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা