প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৪ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৬ এএম
সংগৃহীত ফটো
যুক্তরাষ্ট্রের আলাবামার একটি পানশালায় গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে গুলির ঘটনা ঘটে। এ ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে, নাইটক্লাবের গুলিতে আহত ব্যক্তিদের লক্ষ করে হাসপাতালের গাড়িটিকে গুলি করা হয়েছে।
বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, সোমবার গভীর রাতে গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে এলে তাদের গাড়ি লক্ষ করে আবার গুলি চালানো হয়। তবে হামলাকারী সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
সূত্র : এনডিটিভি