× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ মাস ধরে নারীর পেটে ছিল প্লেট আকারের সরঞ্জাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৮ পিএম

অ্যালেক্সিস রিট্র্যাক্টর অস্ত্রোপচারের সময় ক্ষতস্থানে সুরক্ষা প্রদান করে। ছবি : সংগৃহীত

অ্যালেক্সিস রিট্র্যাক্টর অস্ত্রোপচারের সময় ক্ষতস্থানে সুরক্ষা প্রদান করে। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর এক নারীর পেটে ‘চিকিৎসা সরঞ্জাম’ রেখেই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। ১৮ মাস পর ওই সরঞ্জাম পেট থেকে বের করা হয়েছে। আকারের দিক থেকে এটি ছিল একটি প্লেটের সমান।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ওই সরঞ্জামটির নাম অ্যালেক্সিস রিট্র্যাক্টর। এটি একটি নরম টিউবাল যন্ত্র, যা অস্ত্রোপচারের সময় ক্ষতস্থানে সুরক্ষা দিয়ে থাকে।

২০২০ সালে ২০ বছর বয়সি ওই নারীর সিজার করা হয়। অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ওই নারী প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন। পরে তিনি একাধিক ডাক্তারের কাছে যান। নানা পরীক্ষা-নিরীক্ষা করান। কিন্তু তেমন কোন ফল পাচ্ছিলেন না। এক পর্যায়ে সিটি স্ক্যানের মাধ্যমে তার পেটের ভেতর যন্ত্রটি দেখতে পান চিকিৎসকরা। পরে সেটিকে অপসারণ করা হয়।

বিবিসির প্রতিবেদনে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। যন্ত্রটি পেট থেকে অপসারণে একজন সার্জন, একজন সিনিয়র রেজিস্ট্রার, চারজন নার্সসহ অন্তত ১১জন অংশ নেন। 

দেশটির স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা তে হোয়াতু ওরা অকল্যান্ড সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ওই নারীর চিকিৎসায় তারা পর্যাপ্ত যত্ন ও দক্ষতা দেখিয়েছেন। তবে এই মন্তব্যের সঙ্গে একমত হননি স্বাস্থ্য ও প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডওয়েল।

ম্যাকডওয়েল বলেন, ‘তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। সাধারণ পরীক্ষায় তার পেটের ভেতর যন্ত্রের অবস্থান সম্পর্কে ধারণাই পাওয়া যায়নি। পেটের মধ্যে ডিভাইস রেখে দেওয়ার মতো ঘটনা অকল্যান্ড হাসপাতালে গেল দুই বছরে দ্বিতীয়বার ঘটলো।’

সূত্র: বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা