× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণের দায়ে অভিনেতা ড্যানি মাস্টারসনের ৩০ বছরের কারাদন্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম

দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন মাস্টারসন। ছবি: সংগৃহীত

দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন মাস্টারসন। ছবি: সংগৃহীত

অভিনেতা ড্যানি মাস্টারসনকে ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দুই দশক আগে নিজের বাড়িতে দুইজন নারীকে ধর্ষণ করার দায়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাস্টারসনকে এই সাজা দেওয়া হয়।

মাস্টারসন ‘দ্যাট ৭০ এর শো’ নামক একটি টিভি সিরিজে অভিনয় করে বিখ্যাত হন। টিভি সিরিজটি ২০০০ সালের দিকে প্রচারিত হয়। আর ওই সময়েই তিনি উল্লিখিত অপরাধ করেন। 

মাস্টারসন ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে ওই দুই নারীকে ধর্ষণ করেন। ধর্ষণেরে আগে হলিউড হিলস এলাকায় নিজ বাড়িতে প্রথমে মাদক গ্রহণ করে এই অভিনেতা। এরপরই ওই দুই নারীকে ধর্ষণ করে। 

ধর্ষণের স্বীকার দুইজন নারী চার্চ অব সায়েন্টোলজির সদস্য। দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন মাস্টারসন।

প্রতিটি ধর্ষণের জন্য তাকে আলাদা আলাদা ১৫ বছর করে যাবজ্জীবন সাজা প্রদান করেন যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক শার্লাইন ওলমেডো। পাশাপাশি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তার বাকি জীবনে তাকে যৌন অপরাধী হিসাবে চিহ্নিত করা হবে বলেও  নির্দেশ দিয়েছেন আদালত। 

বিচারক ওলমেডো মাস্টারসনকে বলেন, আপনি এখানে ভুক্তভোগী নন। আপনার এমন অপরাধ অন্য ব্যক্তির কণ্ঠস্বর ও পছন্দগুলোকে তাদের কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে।

ধর্ষণের স্বীকার এক নারী মাস্টারসনকে বলেন, আপনি একটি মুখোশের আড়ালে নিজের জীবন কাটিয়েছেন। কিন্তু আপনার আসল রূপ এখান উন্মোচিত হয়েছে।  তবে জেল হওয়ায় মাস্টারসন থেকে পৃথিবী এখন নিরাপদ।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা