× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়ানার লাল সোয়েটার রেকর্ড দামে বিক্রি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৯ পিএম

প্রিন্সেস ডায়ানার একটি লাল সোয়েটার ১১ লাখ ডলারের বেশি দামে নিলামে বিক্রি হয়েছে। ছবি : সংগৃহীত

প্রিন্সেস ডায়ানার একটি লাল সোয়েটার ১১ লাখ ডলারের বেশি দামে নিলামে বিক্রি হয়েছে। ছবি : সংগৃহীত

প্রিন্সেস ডায়ানার একটি লাল সোয়েটার ১১ লাখ ডলারের বেশি দামে নিলামে বিক্রি হয়েছে। প্রয়াত ডায়ানার যত জামাকাপড় এ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে তার মধ্যে এটা সর্বোচ্চ। যুক্তরাজ্যের বিখ্যাত নিলাম কোম্পানি সোথবি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

ডায়ানার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাল সোয়েটারটি অনলাইন নিলামে তোলে সোথবি। বৃহস্পতিবার নিলামের শেষ দিন ধার্য করা হয়। নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগমুহূর্তে সোয়েটারটির ডাক হু হু করে বাড়তে থাকে।

এ অবস্থায় অতিরিক্ত সময়ে গড়ায় নিলাম। মূল সময়ে সোয়েটারটির ডাক ১ লাখ ৯০ হাজারের মধ্যে ছিল। অতিরিক্ত ১৫ মিনিটে তা ১১ লাখ ডলার ছাড়িয়ে যায়। কোন ভাগ্যবান ব্যক্তি বা কোম্পানি প্রায় ৪২ বছর আগে ডায়ানার পরা সোয়েটারটি কিনেছে তার নাম প্রকাশ করা হয়নি।

তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের কয়েক মাসের মাথায় ১৯৮১ সালে একটি পোলো ম্যাচে অংশ নেন ডায়ানা। ১৯ বছর বয়সি ডায়ানা তখন এই লাল সোয়েটারটি পরে ছিলেন।

লাল সোয়েটারটির শরীরজুড়ে পশমে বোনা সাদা সাদা অসংখ্য ভেড়া। অসংখ্য ভেড়ার ডান দিকে বুকের সামান্য নিচে একটি ব্ল্যাক শিপ বা কালো ভেড়া। এই একটি ভেড়ার জন্যই সোয়েটারটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

ডায়ানার পরা সোয়েটারটি তৈরি করেছিল যুক্তরাজ্যের ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল নামের একটি কোম্পানি। নকশা করেছিলেন স্যালি মুইর ও জোয়ানা অসবর্ন। কোম্পানি ও নকশাকার কেউই তখন পরিচিত ছিলেন না। কিন্তু ডায়ানা তাদের সোয়েটার পরার পর তারা রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন।

ডায়ানার সোয়েটারটি সোথবির হাতে যাওয়ার ঘটনাটাও চমকপ্রদ। ১৯৮১ সালের ওই পোলো ম্যাচে সোয়েটারটি ডায়ানা পরার পর ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুলের কাছে বাকিংহাম প্যালেস থেকে একটি চিঠি আসে। এতে বলা হয়, সোয়েটারটির একটি হাতা নষ্ট হয়ে গেছে। তাই তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে ওই সোয়েটারটি রিপু করে দিতে বা আরেকটি নতুন সোয়েটার দিতে অনুরোধ করে।

ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল কর্তৃপক্ষ শিগগির একই ধরনের নতুন একটি লাল সোয়েটার ডায়ানার জন্য পাঠিয়ে দেয়। নতুনটি ১৯৮৩ সালে আরেক পোলে ম্যাচে পরেছিলেন তিনি।

সোথবির নিলামের বিবরণ থেকে জানা যায়, ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল কর্তৃপক্ষ ধরে নিয়েছিল ডায়ানার ফেরত পাঠানো সোয়েটারটি তারা রিপু করে হয়তো অন্য কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু গত মার্চে নিজেদের গুদামে ডায়ানার বিখ্যাত সেই কালো ভেড়ার সোয়েটারটি খুঁজে পায় ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল কর্তৃপক্ষ। ওই সোয়েটার যেহেতু ডায়ানার জন্য এক পিসই তৈরি করা হয়েছিল, তাই এটাই যে ডায়ানার প্রথম পরা সেই লাল সোয়েটার তা নিয়ে তাদের কোনো সন্দেহ হলো না।

ফ্যাশন আইকন ডায়ানা নানা গুণের জন্য বিখ্যাত। তিনি ভালো পিয়ানো বাজাতে পারতেন। ব্যালে ও ট্যাপ ড্যান্স পারতেন। হতদরিদ্র শিশু ও এইডস আক্রান্তদের জন্য তিনি নানা ধরনের দাতব্যমূলক কাজ করেছেন।

১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে এক গাড়ি ‘দুর্ঘটনায়’ ডায়ানা মারা যান। একই দুর্ঘটনায় ডায়ানার বন্ধু দোদি ফায়েদ ও তাদের ড্রাইভার হেনরি পলও মারা যান।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা