× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাজনে বিমান দুর্ঘটনায় নিহত ১৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:২২ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৬ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। আমাজনের সংগৃহীত ছবি।

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। আমাজনের সংগৃহীত ছবি।

ব্রাজিলের চিরহরিৎ বনাঞ্চল আমাজনে যাত্রীবাহী একটি ছোট বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের ১২ জন পর্যটক, বাকি দুইজন পাইলট ও ক্রু। শনিবার (১৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটেছে। 

জানা গেছে, শনিবার আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে গহিন জঙ্গলের শহর বার্সেলোসে যাচ্ছিল বিমানটি। ২৪৮ মাইল পাড়ি দিয়ে বিমানটি তার গন্তব্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু অবতরণের সময় রানওয়ে থেকে ছিড়কে যায়। ফলে ওই দুর্ঘটনা ঘটে। 

আমাজনের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা সাংবাদিকদের বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। বিমানটি বার্সেলোসে অবতরণের সময় আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। সেখানে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না।  

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পর্যটকরা সবাই খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। 

বার্সেলোস ব্রাজিলের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। সেপ্টেম্বর মাস থেকে সেখানে মাছ ধরা শুরু হয়। বিশেষ করে অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখা মাছের জন্য বার্সেলোস বিখ্যাত। 

সূত্র : বিবিসি, সিএনএন




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা