× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই রুশ কমান্ডার জীবিত আছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৮ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৯ পিএম

রুশ প্রতিরক্ষামন্ত্রী শের্গেই শোইগু, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও অন্য এডমিরালদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন ভিক্টর সোকোলোভ (ভিডিওতে নিচে বাঁ থেকে প্রথম)। ২৬ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্স

রুশ প্রতিরক্ষামন্ত্রী শের্গেই শোইগু, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও অন্য এডমিরালদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন ভিক্টর সোকোলোভ (ভিডিওতে নিচে বাঁ থেকে প্রথম)। ২৬ সেপ্টেম্বর তোলা। ছবি: রয়টার্স

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলোভকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করার দাবি করেছিল ইউক্রেন। কিন্তু একটি বৈঠকের ভিডিওতে সোকোলোভকে দেখা গেছে। অর্থাৎ সোকোলোভ মরেন নাই, জীবিত আছেন। 

ফুটেজটি কখন এবং কোথায় ধারণ করা তা যাচাই করা যায়নি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলোভের সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকটি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের স্পেশাল অপারেশনস ফোর্স এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের হেড কোয়ার্টারে হামলার পর রাশিয়ার কমান্ডার সোকোলোভসহ ৩৪ জন কর্মকর্তা নিহত হন।’

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা