× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অচলাবস্থা থেকে শেষ মুহূর্তে রক্ষা পেল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১১:০৩ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১১:২৩ এএম

স্টপগ্যাপ বিলে সম্মতির পর কথা বলছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি। ৩০ অক্টোবর ক্যাপিটল হিলে। ছবি : সংগৃহীত

স্টপগ্যাপ বিলে সম্মতির পর কথা বলছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি। ৩০ অক্টোবর ক্যাপিটল হিলে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম নতুন অর্থবছরের বাজেট নিয়ে মতানৈক্যের কারণে বন্ধ হতে যাচ্ছিল, যা শাটডাউন হিসেবে পরিচিত। কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেসে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা ৪৫ দিনের জন্য অস্থায়ী বাজেট বা স্টপগ্যাপ বিল পাস করেন। ফলে বিশ্বের শীর্ষ অর্থনীতিটা শাটডাউন হওয়া থেকে রক্ষা পেল।

১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হয়। কিন্তু ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির আইনপ্রণেতারা নতুন অর্থবছরের বাজেট নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। এ অবস্থায় দেশটির সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। কিন্তু শনিবার শেষ মুহূর্তে কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাককার্থি আগামী ৪৫ দিনের সরকারি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে একটি স্টপগ্যাপ বিল উত্থাপন করেন।

ম্যাককার্থির উপস্থাপিত বিল কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে পাস হয়ে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয়ে পৌঁছে গেছে। বাইডেন বিলটিতে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হবে। নতুন অর্থবছর শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই আইনি কার্যক্রম শেষ হয়। 

হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৩৩৫ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র ৯১ জন। এই ৯১ জনই বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। ৩৩৫ জনের মধ্যে ২০৯ জন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ও ১২৬ জন রিপাবলিকান পার্টির। নিম্নকক্ষে বিলটি পাস হওয়ার পর তা পাঠানো হয় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে বিলটি একপ্রকার বিনা বাধায় পাস হয়। বিলটির পক্ষে ভোট পড়ে ৮৮, বিরোধিতা করে মাত্র ৯ জন এবং এরা সবাই বিরোধীদলীয় আইনপ্রণেতা। 

সূত্র : রয়টার্স, বিবিসি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা