× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হলেন নৈরাজ্যবাদী পুঁজিবাদী জাভিয়ের মাইলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৩:৩৭ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৩:৫০ পিএম

বোন কারিনা মাইলির (ডানে) জাভিয়ের মাইলি। ১৯ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে। ছবি : সংগৃহীত

বোন কারিনা মাইলির (ডানে) জাভিয়ের মাইলি। ১৯ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাভিয়ের মাইলি। রবিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দফার ভোটের ফলে সংখ্যাগরিষ্ঠ জনরায় নিয়ে লাতিন আমেরিকার আর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটির হাল ধরতে যাচ্ছে মাইলি। ৫৩ বছর বয়সি মাইলি নিজেকে নৈরাজ্যবাদী-পুঁজিবাদী বলে পরিচয় দিয়ে থাকেন। 

জানা গেছে, রবিবার দ্বিতীয় দফার ভোটে ৮৬ দশমিক ৫৯ শতাংশ ভোট গণনা শেষ হয়। এতে মাইলি পেয়েছেন ৫৬ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক অর্থমন্ত্রী সার্জিও মাসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। এ অবস্থায় চূড়ান্ত ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নেন মাসা। 

জনতুষ্টবাদি মাইলি রাজনীতিতে নবাগত। লিবারিটেরিয়ান এ অর্থনীতিবিদ দেশটির লিবার্টি অ্যাডভান্সেস পাটির প্রধান নেতা। মাইলিকে উদ্ভট আচরণ ও মন্তব্যের কারণে আর্জেন্টিনার ডোনাল্ড ট্রাম্প বলা হয়ে থাকে। 

নির্বাচনী প্রচারণায় বেশকিছু বড় বড় ঘোষণা দিয়েছিলেন মাইলি। ক্ষমতায় এলে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক বাতিল, নিজেদের ব্যাংক নোট পেসোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের ডলার গ্রহণ এবং সরকারি ব্যয় সংকোচন তার নির্বাচনী ঘোষণার অন্যতম। 

লিবারিটেরিয়ান অর্থনীতি বলতে সাধারণ এমন অর্থনীতিকে বোঝায় যে ব্যবস্থায় সরকারের বিধি-নিষেধ বা হস্তক্ষেপ একদম কমিয়ে ব্যবসা-বাণিজ্যের সব দায়িত্ব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হয়। কর উল্লেখযোগ্য হারে কমানো হয়। কমানো হয় সামজিক ও সরকারি ব্যয়। 

আর্জেন্টিনার বর্তমান মূল্যস্ফীতি ১০০ অতিক্রম করেছে, যা ১৯৯০ এর পর সর্বোচ্চ। দেশটি ফের মন্দায় পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ শঙ্কা সত্য হলে এক দশকের মধ্যে এ নিয়ে ছয়বার মন্দায় পড়তে পারে লাতিন আমেরিকার দেশটি। দেশের এ দুরবস্থায় অর্থনীতিকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেন রাজনীতিতে অপেক্ষকৃত কম পরিচিত মুখ ডানপন্থি জাভিয়ের মাইলি। অস্থিরচিত্তের এ অর্থনীতিবিদ পরবর্তী রাজনীতিবিদ দেশটিকে কোন দিকে নিয়ে যায় সেটা দেখার বিষয়। 

সূত্র : আরটি, রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা