× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ ‘নিচ্ছেন না’ অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২২ ১৩:৫৮ পিএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না বলে খবর প্রকাশিত হয়েছে। তার পরিবারের বরাতে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুরস্কার নিতে অপারগতার কথা অমর্ত্য সেন জুলাই মাসের শুরুতেই রাজ্য সরকারের কর্মকর্তাদের জানিয়ে দেন।

আজ সোমবার বিকেলে কলকাতার নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খবরে বলা হয়েছে, অমর্ত্য সেন এখন আছেন ইউরোপে। পুরস্কার দেওয়ার সময় তিনি কলকাতাতেও থাকছেন না। সে কারণে পুরস্কারের চূড়ান্ত তালিকায় ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে।

এতে আরও বলা হয়, ‌‌'তিনি (অমর্ত্য সেন) তার পরিবারের মাধ্যমে জানিয়েছেন, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এবার নতুন কাউকে ওই সম্মান দেওয়া হোক।'

রাজ্য সরকারের পক্ষ থেকে এবার অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী আরেক বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও বঙ্গবিভূষণ দেওয়ার কথা ছিল। তবে অভিজিৎও ফ্রান্সে থাকায় সোমবার অনুষ্ঠান মঞ্চে তাকেও দেখা যাবে না বলে আভাস দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবার বঙ্গবিভূষণ দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি এ সম্মান পাচ্ছে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল। সূত্র : আনন্দবাজার ও পিটিআই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা