× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যামেরুনে শিশুর মৃত্যুর নেপথ্যে নিম্নমানের ভারতীয় সিরাপ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩২ পিএম

ক্যামেরুনে শিশুর মৃত্যুর নেপথ্যে নিম্নমানের ভারতীয় সিরাপ!

ক্যামেরুনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় পরীক্ষার জন্য পাঠানো ভারতীয় এক কোম্পানির কাশির ওষুধে মানের ত্রুটি ধরা পড়েছে। কর্তৃপক্ষের সংগ্রহ করা পাঁচটি নমুনার অন্তত একটিতে এ ত্রুটি পাওয়া গেছে। তদন্তের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় ওই ওষুধ কোম্পানির নাম রিমান ল্যাবস। গত বছরের মাঝামাঝি সময়ের পর থেকে গাম্বিয়া, উজেবেকিস্তান ও ক্যামেরুনে কমপক্ষে ১৪১ শিশুর মৃত্যুর সঙ্গে ভারতের তিনটি ওষুধ কোম্পানির নাম এসেছে। রিমান ল্যাবস এর একটি। শিশু মৃত্যুর ঘটনা ভারতের ওষুধ রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ক্যামেরুন থেকে রিম্যান ল্যাবের ন্যাচারকোল্ড সিরাপের নমুনা গত জুলাইয়ে পরীক্ষা করে দেখা গেছে, গ্রহণযোগ্য মানের চেয়ে প্রতিটি সিরাপে ডাই ইথিলিন গ্লাইকোলের পরিমাণ অনেক বেশি। সংস্থাটি বলছে, ওই উপাদনের পরিমাণ কোনভাবেই ০.১০ শতাংশের বেশি থাকা সঙ্গত নয়। অথচ নমুনায় ২৮.৬ শতাংশ ডাই ইথিলিন গ্লাইকোলের উপস্থিতি পাওয়া গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর কোম্পানিটির ওষুধ উৎপাদন স্থগিত করার কথা জানিয়েছে ভারত। 

সূত্র জানিয়েছে, গত জুনে ওই কোম্পানি পরিদর্শনে গিয়ে রাজ্য ও ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা অনুপুযুক্ত বায়ু নির্গমনসহ নানা অনিয়ম পেয়েছিল।

অন্য একটি সূত্র জানিয়েছে, কোম্পানিটি উৎপাদনে ফিরে আসতে গুণগত মান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষকে। 

গেল জুনের পর থেকে রপ্তানির ক্ষেত্রে কাশির ওষুধের মান নিয়ন্ত্রণ পরীক্ষা বাধ্যতামূলক করেছে ভারত সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা