× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৩ সালে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক ২০২৩ সালেও বিশ্বের শীর্ষ ধনীর তকমা পেয়েছেন। ২০২১ সালে জেফ বেজোসকে ছাড়িয়ে প্রথমবার শীর্ষ ধনীর স্থান দখল করেন।

চলতি বছর দ্বিতীয় শীর্ষ ধনীর স্থান দখল করেছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট। ২০২২ সালে তিনি ছিলেন বিশ্বের শীর্ষ ধনী।

বেজোস আছেন তৃতীয় স্থানে। মার্ক জাকারবার্গ ষষ্ঠ স্থানে।

ভারতের গৌতম আদানি বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন। অথচ ২০২২ সালে তিনি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমটি বুধবার (২৭ ডিসেম্বর) ব্লুমবার্গ ইনডেক্সে বিশ্বের শীর্ষ ৫০০ বিলিয়নিরের তালিকা প্রকাশ করে।

ব্লুমবার্গ বলছে, তালিকায় স্থান পাওয়া ৭৭ শতাংশ বিলিয়নিরের সম্পদ ২০২৩ সালে বেড়েছে। বাকি ২৩ শতাংশের সম্পদ কমেছে বা তা ক্ষতির শিকার হয়েছে।

বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও সমাজমাধ্যম এক্সের (টুইটার) মালিক মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২৩ হাজার ৫০০ কোটি ডলার। বিদায়ি বছরে মাস্কের সম্পদ বেড়েছে ৯ হাজার ৮০০ কোটি ডলার।

১৭ হাজার ৯০০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট। ফ্রান্সের বিলাসবহুল শৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান আর্নল্ট অন্য বিলিয়নিয়ারদের মতো এতটা পরিচিত নন।

আর্নল্টের চেয়ে মাত্র ১০০ কোটি ডলার কম সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ই-কমার্স জায়ান্টা আমাজনের কর্ণধার জেফ বেজোস।

২০২৩ সালে জাকারবার্গের সম্পদ বেড়েছে ৮ হাজার ৩০০ কোটি ডলার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১২ হাজার ৮০০ কোটি ডলার। ব্লুমবার্গ ইনডেক্সে তার অবস্থান ষষ্ঠ।

২০২৩ সালে ৩ হাজার ৬৩০ কোটি ডলার সম্পদ হারিয়ে বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তির তালিকার বাইরে চলে গেছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। বর্তমানে ৮ হাজার ৪০০ কোটি ডলার সম্পদ নিয়ে ১৫তম স্থানে চলে এসেছে আদানির অবস্থান। তার পূর্ববর্তী ১৪ বিলিয়নিয়ারের কারও সম্পদ ২০২৩ সালে কমেনি।

সূত্র : ব্লুমবার্গ, গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা