× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে নিহত অন্তত ৯০, নিখোঁজ বহু

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ০১:৪৩ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৪:০২ পিএম

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে নিহত অন্তত ৯০, নিখোঁজ বহু

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। 

রাজ্যের মোরবি জেলার মাচ্চু নদীর ওপর রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে।

মরবি বিধায়ক এবং রাজ্য সরকারের মন্ত্রী ব্রিজেশ মের্জার বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সফরের মধ্যেই এই বিপর্যয় দেখল স্থানীয়রা। রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে রবিবারে তিনি গুজরাটে এসেছেন।

গুজরাট পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া বলেছেন, ‘প্রথমে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধারকাজ চললেও পরে বিপর্যয় মোকাবিলায় সামরিক বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে। পরিস্থিতির মোকাবিলায় অনেকগুলি অ্যাম্বুল্যান্সকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে।

‘সেতুটি ভেঙে পড়ার পরে কিছু মানুষ সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। কিছু মানুষকে ভাঙা সেতুর রেলিং ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেও দেখা যায়। সেতুর উপরে যারা ছিলেন, তাদের অধিকাংশই পর্যটক।’

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ আমলে তৈরি সেতুটি সংস্কার শেষে ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। ভেঙে পড়ার সময় এতে অন্তত ৫০০ জন ছিলেন। শতাধিক মানুষ এখনও পানির নিচে আটকে থাকতে পারে।

প্রবা/আরকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা