× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটে সেতু দুর্ঘটনায় গ্রেপ্তার ৯

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১২:০৫ পিএম

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় উদ্ধারকাজে কর্মীরা। ছবি; সংগৃহীত

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় উদ্ধারকাজে কর্মীরা। ছবি; সংগৃহীত

ভারতের গুজরাটে ব্রিটিশ আমলের একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুজরাট রাজ্যের মোরবি জেলার মাচ্ছু নদীর ওপর রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় নিহত হন অন্তত ১৩৪ জন।

বিবিসি জানিয়েছে, সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জন হয়েছে জানান হলেও পরে তা সংশোধন করে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অনেক শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের কর্মী। 

রবিবার সন্ধ্যার ওই দুর্ঘটনার তদন্তকারী পুলিশ কর্তৃপক্ষ জানায়, সেতুটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য চুক্তিবদ্ধ ছিল ওরেভা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তারা।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অশোক কুমার যাদব বলেন, ওই ঘটনাকে অপরাধমূলক হত্যাকাণ্ডের বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, 'গ্রেপ্তার ৯জনের মধ্যে দু'জন ম্যানেজার হিসেবে আর দুজন টিকিট বুকিং ক্লার্ক হিসেবে কাজ করেন। অন্য পাঁচ অভিযুক্তের মধ্যে রয়েছে সেতু মেরামতের জন্য চুক্তিবদ্ধ দুই ব্যক্তি এবং সেতুর নিরাপত্তা কর্মীরা।'

তবে গ্রেপ্তারের খবরে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ওরেভা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মাচ্ছু নদীর ওপরের দেড়শ বছরের পুরোনো ওই ঝুলন্ত সেতু সংস্কারের জন্য সাত মাস বন্ধ ছিল। গুজরাটি নববর্ষ উপলক্ষে ২৬ অক্টোবর এটি খুলে দেওয়া হয়।

মোরবি পৌরসভার প্রধান সন্দীপসিংহ জালা জানান, ভেঙে পড়া শতাব্দী প্রাচীন সেতুটির সংস্কারকারীরা এটি পুনরায় চালু করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস সনদ নেয়নি।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা