× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়ায় ভূমিধসে ১৮ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪ ২২:৩৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪ ২২:৪৯ পিএম

ভূমিধসের ঘটনায় আটকা পড়া যানবাহন। ছবি : সংগৃহীত

ভূমিধসের ঘটনায় আটকা পড়া যানবাহন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ করম্বিয়ায় ভারী বৃষ্টিপাতে ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছন। এতে আরও ৩৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে দেশটির চকো বিভাগের রাজধানী কুইবডো শহর এবং মেডেলিনের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুতগতিতে পর্বত ধসে মানুষের ওপর এসে পড়ে। যার কারণে তারা নিরাপদ জায়গায় যাওয়ার সুযোগ পায়নি।

দেশটির চকোর বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকার করেন।  ভূমিধসে নিহত ব্যক্তিদের মরদেহ নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, পর্বতে যখন ধস নামে তখন আমাদের মধ্যে কয়েকজন পাশের একটি বাড়ির ভেতরে আশ্রয় নেন। সেখানে আশ্রয় নেওয়া অনেক ব্যক্তি মারা গেছেন। অনেকে আহত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের আঞ্চলিক সরকার জানিয়েছে, এখন পর্যন্ত আহত প্রায় ৩৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদেরকে দ্রুত উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। যাতে দ্রুত উদ্ধার তৎপরতা চলাতে পারে। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই ভয়ঙ্কর ট্র্যাজেডিতে চোকোকে সব ধরনের সাহায্য প্রদান করা হবে।

সূত্র : ডেইলি মেইল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা