× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কিম জং উনের হুমকি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২২ ১৭:৩৮ পিএম

কিম জং উন। ফাইল ছবি

কিম জং উন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনও সামরিক সংঘর্ষে ও পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে প্রস্তুত উত্তর কোরিয়া- এমন হুশিয়ারি দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, তার দেশের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত। দেশটি সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ কথা বললেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য দেয়া হয়েছে।  

বুধবার, কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯তম বার্ষিকীতে দেওয়া এক ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত আইন’ যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উসকানি ও হুমকি হিসেবে উপস্থাপন করে।

উ. কোরিয়া এই দিনটিকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিন ভাষণে কিম আরও বলেন, মার্কিন হুমকি মোকাবিলায় পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল। আমাদের সশস্ত্রবাহিনী এখন যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত।

পিয়ংইয়ং যেকোনও সময় পারমাণকি অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে দেশটি সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি, গত জুন পর্যন্ত ৮টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা