× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুসলমান-খ্রিস্টান সংলাপ গড়ে তুলতে বাহরাইনে পোপ ফ্রান্সিস

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১৬:০২ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৬:২২ পিএম

পোপ ফ্রান্সিস রাজধানী মানামার রাজকীয় প্রাসাদ ত্যাগ করার সময় তার সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

পোপ ফ্রান্সিস রাজধানী মানামার রাজকীয় প্রাসাদ ত্যাগ করার সময় তার সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।

বিশ্বের ১ দশমিক ৩ বিলিয়ন ক্যাথলিকের নেতা পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার (৩ নভেম্বর) মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সংলাপ বৃদ্ধির লক্ষ্যে বাহরাইন সফর শুরু করেছেন।

খালিজ টাইমস জানিয়েছে, আরব উপদ্বীপে পোপ হিসেবে এটি প্রথম কোনো পোপের দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালে আন্তঃধর্ম প্রচারের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন তিনি।

৮৫ বছর বযসি পোপ ফ্রান্সিস হাঁটুর সমস্যার কারণে হুইলচেয়ার ব্যবহার করছেন। তিনি বিমানে চড়ার জন্য একটি ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করেছেন।

রয়্যাল প্যালেসে ঘোড়ার পিঠে ভ্যাটিকান ও বাহরাইনের পতাকাধারী ইউনিফর্ম পরিহিত রক্ষীরা তার সংক্ষিপ্ত যাত্রাপথে তাকে স্বাগত জানান। সেখানে তাকে আনন্দিত শিশুরাও অভ্যর্থনা জানায়।

বাহরাইনে তার সফর রবিবার পর্যন্ত স্থায়ী হবে বলে জানা গেছে।

ফ্রান্সিস একটি স্বাগত অনুষ্ঠানের পর রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে একটি ‘সৌজন্যমূলক সফর’ পরিচালনা করবেন এবং তারপর কর্তৃপক্ষ, কূটনীতিক ও সুশীলসমাজের সদস্যদের উদ্দেমে বক্তব্য দেবেন।

ফ্রান্সিস আজ (৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মুসলিম কাউন্সিল অব এল্ডার দ্বারা আয়োজিত ‘বাহরাইন ডায়ালগ ফোরাম : মানব সহাবস্থানের জন্য পূর্ব ও পশ্চিম’-এ ভাষণ দেবেন।

এরপর তিনি মর্যাদাপূর্ণ কায়রোভিত্তিক আল আজহারের গ্র্যান্ড ইমাম শেখ আহমদ আল তাইয়েবের সঙ্গে একান্ত বৈঠক করবেন।

দুই ধর্মীয় নেতা ২০১৯ সালে ফ্রান্সিসের সংযুক্ত আরব আমিরাত সফরের সময় আন্তঃধর্মীয় সহাবস্থানের অঙ্গীকার করে একটি যৌথ নথিতে স্বাক্ষর করেছিলেন।

গত মঙ্গলবার ফ্রান্সিস সেন্ট পিটারস স্কয়ারে সমবেত ভক্তদের তার আসন্ন সফরের জন্য প্রার্থনা করতে বলেছিলেন।

আজ ‘শান্তির জন্য প্রার্থনা’ হবে আওয়ালির গুহা আওয়ার লেডি অব অ্যারাবিয়া ক্যাথেড্রালে, যেখানে ২ হাজার জনের বেশি লোকের বসার ব্যবস্থা রয়েছে।

এটি বাহরাইনের প্রায় ৮০ হাজার ক্যাথলিকের সেবা করার জন্য নির্মিত হয়েছিল।

শনিবার ফ্রান্সিস বাহরাইনের জাতীয় স্টেডিয়ামে ৩০ হাজার লোকের সমাবেশের নেতৃত্ব দেবেন।

উত্তর আরবের ধর্মপ্রচারক বিশপ পল হিন্ডার ভ্যাটিকান নিউজকে জানিয়েছেন, সেখানে সৌদি আরব থেকে আগত ক্যাথলিকদের জন্য প্রায় ২ হাজার আসন বরাদ্দ রাখা হবে।

ফ্রান্সিস রোমে ফিরে যাওয়ার আগে রবিবার ক্যাথলিক পাদরি এবং অন্যদের সঙ্গে একটি প্রার্থনা সভায় সভাপতিত্ব করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা