× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাভালনির মৃত্যু

উত্তাল রাশিয়ায় আটক ৪ শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪২ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৭ পিএম

প্রয়াত আলেক্সি নাভালনির স্মরণে রাজনৈতিক নিহত নেতাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এক ব্যক্তি। ১৬ ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবুর্গে। ছবি : সংগৃহীত

প্রয়াত আলেক্সি নাভালনির স্মরণে রাজনৈতিক নিহত নেতাদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এক ব্যক্তি। ১৬ ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবুর্গে। ছবি : সংগৃহীত

আলেক্সি নাভালনির মৃত্যুতে রাশিয়ায় বিক্ষোভ চলাকালে শনিবার পর্যন্ত দুই দিনে ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। 

শুক্র ও শনিবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো। 

শনিবার ওভিডি-ইনফো প্রতিবাদ পর্যবেক্ষণ দল জানিয়েছে, ৪০১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৭৪ জনকে সেন্ট পিটার্সবুর্গ এবং ৪৯ জনকে মস্কোতে আটক করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি শুক্রবার কারাগারে হাঁটাহাঁটির একপর্যায়ে পড়ে গিয়ে জ্ঞান হারান। এ সময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার পরপরই নাভালনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এখনও স্পষ্ট নয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বেশকয়েকটি শহরাঞ্চলে স্মরণসভা অনুষ্ঠিত হয়। রুশ দূতাবাসের বাইরে শুক্রবার রাতে জড়ো হয়ে অ্যালেক্স নাভালনির মৃত্যুতে শোক জানিয়েছেন তার একদল শোকার্ত ও শুভাকাঙ্ক্ষী। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে আসেন। তারা নাভালনিকে নায়ক বলে আখ্যা দেন আর বিরোধী নেতাকে হত্যার অভিযোগে পুতিনের সমালোচনা করেন।

ওভিডি-ইনফো এর তথ্য অনুযায়ী ৩৬টি শহরের মানুষকে আটক করা হয়েছে। যা রাশিয়ায় রাজনৈতিক দমন-পীড়নের চিহ্ন বহন করে। 

জানা গেছে, শুক্রবার নাভালনির মৃত্যুতে শোক প্রকাশ করে এবং তার স্মরণে রাখা শতশত ফুল ও মোমবাতি রাতারাতি কালো ব্যাগে করে সরিয়ে ফেলা হয়েছে। শানিবার তুষারের ওপর ছুটে যাওয়া কিছু ফুল পড়ে ছিল কেবল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে পুতিনকে নাভালনির মৃত্যুর জন্য দায়ী করেছেন। 

সূত্র : আলজাজিরা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা