× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করলে সাজার বিধান চালু করল সৌদি আরব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪০ পিএম

পবিত্র কাবার চারপাশে গ্র্যান্ড মসজিদের আঙিনায় মুসল্লিদের ভিড়। ছবি : সংগৃহীত

পবিত্র কাবার চারপাশে গ্র্যান্ড মসজিদের আঙিনায় মুসল্লিদের ভিড়। ছবি : সংগৃহীত

চলতি বছর প্রয়োজনীয় অনুমতি ছাড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের হজ পালন করার ব্যাপারে সতর্ক করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ বলছে, হজ পালন প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এ-সংক্রান্ত আইনকানুন ভাঙার সম্ভাব্য ঘটনা এড়াতে এখন থেকে কঠোর সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ পালন করা অবৈধ। কেউ এমন কাজ করলে তাকে ৫০ হাজার রিয়াল ((প্রতি রিয়াল ৩০ টাকা হিসাবে ১৫ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কেউ হজযাত্রীদের পরিবহন করলে তাকেও একই অর্থদণ্ড দেওয়া হবে।

সৌদি সরকার আরও জানিয়েছে, এই বিধিভঙ্গকারীদের মধ্যে কোনো পর্যটক বা প্রবাসী থাকলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। সাজা শেষে পরের ১০ বছরের মধ্যে ওই ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না।

সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট-এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজসংক্রান্ত আইনকানুন লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওই সাজা কার্যকর করবে।

যারা বিধিনিষেধ লঙ্ঘন করবে তাদের পরিচয় গণমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে আশপাশের সবাই তাদের চিনে রাখতে পারে।

আগামী জুনের ১৪ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে হজ পালন করা হতে পারে বলে জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে এবার হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।

সূত্র : গাল্ফ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা