× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ

নিজ শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনার মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৮ পিএম

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নিজ শরীরের আগুন দেওয়া যুক্তরাষ্ট্রের সেনাসদস্য অ্যারন বুশনেল মারা গেছেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নিজ শরীরের আগুন দেওয়া যুক্তরাষ্ট্রের সেনাসদস্য অ্যারন বুশনেল মারা গেছেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নিজের শরীরে আগুন দেওয়া সেই মার্কিন সেনা মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

২৫ বছর বয়সি ওই সেনার নাম অ্যারন বুশনেল। তিনি টেক্সাসের সান আন্তোনিওর বাসিন্দা।

এর আগে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দমকল বাহিনী জানায়, ইসরায়েলের দূতাবাসের বাইরে এক ব্যক্তির আগুনে দগ্ধ হওয়ার খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মী বাহিনীর সদস্যরা রবিবার দুপুর ১টার আগেই সেখানে ছুটে যায়।  

তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ততক্ষণে আগুন নিভিয়ে ফেলেছে। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, বুশনেলের নিজের শরীরে আগুন দেওয়ার ঘটনাটি টেলিভিশন সম্প্রচারমাধ্যম টুইচে লাইভস্ট্রিমিং করে। এ সময় তার পরনে নৌবাহিনীর পোশাক ছিল। ইসরায়েল দূতাবাসের সামনে দিয়ে সে নিজের গায়ে দাহ্য পদার্থ ঢেলে দেয়। 

শরীরে আগুন দেওয়ার আগে বুশনেলকে বলতে শোনা যায়, আমি গণহত্যার সহযোগী হতে চাই না। তারপর নিজের শরীরে আগুন লাগিয়ে দেন তিনি। মাটিতে পড়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি বলতে থাকেন, ‘ফিলিস্তিনকে মুক্ত করো।’

ভিডিও ফুটেজটি টুইচ থেকে সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় পুলিশরা ঘটনাটি তদন্ত করছে। 

নিউইয়র্ক টাইমসকে ইসরায়েল দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মকর্তা আহত হননি। তিনি নিশ্চিত করেছেন সব কর্মী নিরাপদ আছেন। 

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরেও এক নারী নিজের শরীরে আগুন লাগিয়ে গাজায় যুদ্ধের প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা