× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারমাণবিক হামলার কড়া হুঁশিয়ারি পুতিনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১১ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৫ পিএম

বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষের আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তৃতা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষের আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তৃতা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশে পারমাণবিক হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা যে দেশই ইউক্রেনে সেনা পাঠাবে সে দেশেই পারমাণবিক হামলা চালানো হবে। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজ দেশের সংসদের নিম্নকক্ষের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় পুতিন এ হুঁশিয়ারি দেন। 

পুতিন বলেন, ‘আমাদেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। যারা আমাদের পারমাণবিক হামলার ভয় দেখাচ্ছে, তাদের এটা খেয়াল রাখা দরকার।’ 

পুতিন স্বগতোক্তির সুরে প্রশ্ন করেন, তারা কী পারমাণবিক বোমা ব্যবহার করেনি?

১৯৪৫ সালে জাপানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ইঙ্গিত করে পুতিন এ প্রশ্ন করেন। 

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে পুতিন ও রাশিয়ার অন্য দায়িত্বশীল কর্মকর্তারা একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন। তবে বৃহস্পতিবার অনেক বেশি স্পষ্ট ও জোর দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। 

হিটলার ও নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘এবার তাদের আগের চেয়ে ভয়ংকর পরিণতি বরণ করতে হবে।’ 

এদিন পুতিন এতটা ক্ষিপ্ত হওয়ার কারণ হলো, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সোমবারের (২৬ ফেব্রুয়ারি) একটি মন্তব্য। এ দিন মাখোঁ ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তাব করেন। তবে মাখোঁর প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ ইউক্রেনের অন্য মিত্ররা সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে। 

অন্যদিকে ইউরোপের অন্য দেশে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে পশ্চিমা নেতাদের শঙ্কাও উড়িয়ে দিয়েছেন পুতিন। এ ধরনের শঙ্কাকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা