× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে ফার্স্ট লেডি হচ্ছেন প্রেসিডেন্টের মেয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৪ ১৪:০৮ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৪ ১৪:৩৬ পিএম

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার ছোট মেয়ে আসিফা ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার ছোট মেয়ে আসিফা ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছোট মেয়ে আসিফা ভুট্টো হবেন দেশটির ফার্স্ট লেডি। সোমবার (১১ মার্চ) পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্যমন্ত্রী ফয়সাল করিম কুন্ডি বিষয়টি নিশ্চিত করেছেন।

কুন্ডি জিও নিউজকে বলেন, ‘ফার্স্ট লেডি হিসেবে আসিফা ভুট্টোর নাম ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ইতোমধ্যেই ভুট্টো পরিবারের বংশধরকে ফার্স্ট লেডি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দলের নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন।’ 

শনিবার ( ৯ মার্চ) প্রেসিডেন্ট নির্বাচনে ৪১১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন জারদারি। পরের দিন রবিবার তিনি পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথগ্রহণ করেন। 

শপথগ্রহণ অনুষ্ঠানের পর থেকেই গণমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে, জারদারি তার মেয়ে আসিফাকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন।

জারদারির বড় মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারি সামাজিকমাধ্যম এক্সে তার বোনকে ট্যাগ করে লিখেছেন, ‘প্রেসিডেন্ট আসিফ জারদারির জেল থেকে মুক্তির লড়াইয়ে সব শুনানিতে তার সঙ্গে ছিল। আর এখন ফার্স্ট লেডি হিসেবে তার পাশে থাকবে।’

সাধারণত ফার্স্ট লেডি হন প্রেসিডেন্টের স্ত্রী। কিন্তু প্রেসিডেন্ট জারদারি বিপত্নীক। ২০০৭ সালে তার স্ত্রী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আততায়ীদের হাতে নিহত হন। তারপর জারদারি আর বিয়ে করেননি।

জারদারি ২০০৮ সালে প্রথমবার পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু ফার্স্ট লেডির আসনটি তখন খালিই ছিল। কিন্তু এবার বিষয়টি ভিন্ন। তখন আসিফার বয়স কম ছিল। বর্তমানে তার বয়স ৩১ বছর। এখন তিনি ফার্স্ট লেডি হতে পারবেন। 

২০২২ সালের ৩০ নভেম্বর মুলতানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এক সমাবেশে আসিফা রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। 

সূত্র : জিওনিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা